রাস্তা আগলে ফনা তুলে রয়েছে এক বিষধর সাপ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
প্রাণীরা চলে নিজের মতন করে। তাদেরকে কেউ বিরক্ত করুক সেটা তারা চায়না। তাদের জগতে তারাই একমাত্র শ্রেষ্ঠ প্রজাতি। কিন্তু মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে জঙ্গলকে কেটে তৈরি করেছে কংক্রিটের জঙ্গল। যার ফলে প্রাণীদের বাসস্থান নড়বড়ে হয়েছে। জায়গা খুঁজতে প্রাণীরা চলে আসে মানুষের বসতি স্থলে। সমস্যা সেইখানেই তৈরি হয়। ভয়েতে মানুষ কখনো প্রাণীকে আঘাত করে কিংবা নিজেকে বাঁচাতে প্রাণীরা কখনো মানুষকে আঘাত করে বসে। এভাবে সংঘাত চলতেই থাকে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি লম্বা বিষধর সাপ রাস্তা পার হচ্ছে। দুপাশেই গাড়ি থমকে গেছে এমন বিষধর সাপের রাস্তা পারাপার দেখে। কিন্তু গাড়ি থেমে যাওয়ার পাশাপাশি ও সাপটি ও ফনা তুলে তাদেরকে সতর্ক করে দিচ্ছে তারা যেন এক্ষুনি রাস্তা পার না হয়। রাস্তা পার হবেই বা কেন এত ভয়ঙ্কর সাপের ফণা তুলে সতর্ক করছে তাকে অমান্য করা কারো পক্ষেই সম্ভব না। তাই গাড়ির ভেতর থেকেই ক্যামেরাবন্দি করা হয়েছে ভিডিওকে।
ভিডিওটি কোন জায়গা কার তা বোঝা যায়নি তবে এই স্থানের চারিদিক যে জঙ্গলাকীর্ণ তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়ে উঠেছে। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওর এক ঝলক।