whatsapp channel

Karan-Bipasha: দু-বারের ডিভোর্সি করণের সঙ্গে বিয়েতে মত ছিল না বিপাশার মা-বাবার

বিপাশা বসু (Bipasha Basu) ও করণ সিং গ্রোভার (Karan Singh Grover)-কে আপাতদৃষ্টিতে দেখলে মনে হয় সুখী। এমনকি করণকে বিভিন্ন ফিল্ম ও ইভেন্টে নেওয়ার সুপারিশ করেন বিপাশা। ইন্সটাগ্রামে তাঁদের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন করণ ও বিপাশা। কিন্তু প্রথমদিকে এই বিয়ে নিয়ে বিপাশার পরিবারে শুরু হয়েছিল অশান্তি।

Avatar

HoopHaap Digital Media

বিপাশা বসু (Bipasha Basu) ও করণ সিং গ্রোভার (Karan Singh Grover)-কে আপাতদৃষ্টিতে দেখলে মনে হয় সুখী। এমনকি করণকে বিভিন্ন ফিল্ম ও ইভেন্টে নেওয়ার সুপারিশ করেন বিপাশা। ইন্সটাগ্রামে তাঁদের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন করণ ও বিপাশা। কিন্তু প্রথমদিকে এই বিয়ে নিয়ে বিপাশার পরিবারে শুরু হয়েছিল অশান্তি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছেন, করণের আগের দুটি বিয়ে সফল না হওয়ার কারণে বিপাশার মা-বাবা তাঁদের সম্পর্ক নিয়ে রাজি ছিলেন না। তাঁরা ভাবতেন, বিপাশার সঙ্গে করণের সম্পর্ক টিকবে না।

2008 সালে অভিনেত্রী শ্রদ্ধা নিগম (Sradhdha Nigam)-এর সঙ্গে করণের বিয়ে হয়। 10 মাস পরে করণের পরকীয়ার কারণে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। করণ ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-র কোরিওগ্রাফারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। পরবর্তীকালে একটি সিরিয়ালে একসঙ্গে অভিনয়ের সূত্রে জেনিফার উইঙ্গেট (Jennifer Wingate)-এর সাথে করণের সম্পর্ক তৈরি হয়। কিন্তু দুই বছর পর তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপরেই ‘অ্যালোন’ ফিল্মের সেট থেকে বিপাশার সঙ্গে করণের বন্ধুত্ব যা পরবর্তীকালে পরিণত হয় প্রেমে। এরপর 2016 সালে তাঁদের বিয়ে হয়।

বিপাশা জানান, তাঁর বাবা হীরক বসু (Hirak Basu) ও মা মমতা বসু (Mamata Basu) প্রথমে এই বিয়েতে রাজি না থাকলেও পরবর্তীকালে বিপাশা তাঁদের বোঝান, প্রেমের সম্পর্ক ও বিয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। বিপাশা নিজেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন। করণ আইনি মতে সেই সম্পর্ক তৈরি করেছেন যা ভেঙে গিয়েছিল। বহু আলোচনার পর এই বিয়েতে মত দিয়েছিলেন বিপাশার মা-বাবা। বর্তমানে করণের সঙ্গে বিপাশার বাবার অসমবয়সী বন্ধুত্ব তৈরি হয়েছে।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media