Skin Care Tips: ত্বক হবে দুধের মতো ফর্সা, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন এই ফেসপ্যাক
ত্বক হবে দুধের মতন ফর্সা, জেনে নিন ত্বক ফর্সা করার সহজ টিপস। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ত্বক ফর্সা করতে পারবেন। গায়ের রং ফর্সা কালো এই সব জিনিসই ঈশ্বরের দেওয়া, তবে কেউ যদি চান নিজের গায়ের রংকে একেবারে পরিষ্কার ঝকঝকে করতে তাহলে অবশ্যই টোটকাগুলি ফলো করুন। Hoophaap এর পাতায় চটজলদি দেখে ফেলুন অসাধারণ টিপস।
উপকরণ –
একটা ডিমের সাদা অংশ
১ টেবিল চামচ কফি পাউডার
১ টেবিল চামচ রক সল্ট
২ টেবিল-চামচ মোটা দানার চিনি
১ টেবিল চামচ টমেটোর রস
বানানোর পদ্ধতি – উপরে বলা প্রত্যেকটি উপকরণকে ভালো করে মিশে নিতে হবে। তারপর মুখ সামান্য পরিষ্কার জলে ধুয়ে ফেলতে হবে। এরপর ভেজা ত্বকের ওপরে এই মিশ্রণটি লাগিয়ে রাখতে হবে। মুখে, গলায়, পিঠে, হাতে যেখানে খুশি লাগাতে পারেন। এই উপকরণটি যদি কম পড়ে, তাহলে পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন।
ব্যবহারবিধি – পরপর সাতদিন স্নান করতে যাওয়ার আগে এটি লাগিয়ে রাখতে হবে। অন্ততঃ আধাঘন্টা রেখে দিতে হবে। তারপরে পরিষ্কার জল দিয়ে স্নান করে ফেলতে হবে।
ফলাফল – ১) ত্বক পরিষ্কার হবে। ত্বকের উপরে থাকা মরা কোষ দূর হবে।
২) ত্বকের ঔজ্জল্য বৃদ্ধি পাবে।
৩) ত্বক সুন্দর এবং মখমলে ও নরম হবে।
৪) যারা সহজে ফর্সা হতে চাইছেন বা চাইছেন ৭ দিনের মধ্যে ফর্সা হতে চান, তারা অবশ্যই এটি ব্যবহার করুন।