শীতকালে ত্বকের খসখসে ভাব দূর করুন বাড়িতেই বডি অয়েল বানানো শিখে নিন
পুজো যেতে না যেতেই শীতের আমেজ একটু পাওয়া যাচ্ছে। স্নান করে ওঠার পরে হাতে, পায়ে খসখসে ভাব অনুভব করছেন অনেকেই। হাত পা এবং সারা শরীরের ত্বককে টানটান ও মসৃণ করতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন একটি সুন্দর বডি অয়েল।
এর জন্য প্রয়োজন-»
নারকেল তেল
সরষের তেল
ভিটামিন ই ক্যাপসুল
কমলালেবুর খোসা গুঁড়ো
গোলাপের পাপড়ি গুঁড়ো
অলিভ অয়েল
গ্লিসারিন
ভিটামিন সি ট্যাবলেট
কর্পূর
পদ্ধতি: একটি পাত্রের মধ্যে সমস্ত মিশ্রণকে ভাল করে মিশিয়ে নিয়ে, একটি কাঁচের বোতলে ভরে রাখুন। অন্তত দু’দিন এই কাঁচের বোতলটিকে চড়া আরো দেখুন। তারপরেই প্রতিদিন স্নান করার পরে এই মিশ্রণটি মুখ বাদ দিয়ে সারা শরীরে মেখে নিন। এর মধ্যে থাকা ভিটামিন-এ ক্যাপসুল শরীরকে সুন্দর করতে টানটান করতে, শরীরের যেকোনো কালো ভাব দূর করতে সাহায্য করে। কর্পূর ত্বকের জন্য ভীষণ ভালো একটি প্রাকৃতিক উপাদান এটি প্রাকৃতিক সুগন্ধির কাজ করে। গ্লিসারিন ত্বকের শুষ্ক ভাব দূর করতে অনেকটা সাহায্য করবে। তাছাড়া কমলালেবুর খোসা গুঁড়ো এবং ভিটামিন সি ট্যাবলেট শরীরকে সুন্দর ও মসৃণ করবে। এর ভেতরে থাকা প্রত্যেকটি উপাদান ত্বকের জন্য উপযোগী। তাই আর দেরি না করে বাড়িতেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক উপাদানে ঘরোয়া বডি অয়েল।