whatsapp channel

কোন কাজের জন্য আজও আফশোস করেন অমিতাভ-ক্যাটরিনারা

কখনও কখনও শিল্পের ক্ষেত্রে নিজেকে উজাড় করে দেওয়ার সময় ভুল করেন শিল্পীরা। এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাঁরা পর্দায় তাঁদের ফুটিয়ে তোলা চরিত্র নিয়ে এখনও অবধি আফশোস করেন। কারণ ওই চরিত্রে অভিনয়ের পর তাঁদের মনে হয়েছে, তাঁদের সিদ্ধান্ত ভুল ছিল। প্রথমেই আসে বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-এর কথা।

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

কখনও কখনও শিল্পের ক্ষেত্রে নিজেকে উজাড় করে দেওয়ার সময় ভুল করেন শিল্পীরা। এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাঁরা পর্দায় তাঁদের ফুটিয়ে তোলা চরিত্র নিয়ে এখনও অবধি আফশোস করেন। কারণ ওই চরিত্রে অভিনয়ের পর তাঁদের মনে হয়েছে, তাঁদের সিদ্ধান্ত ভুল ছিল। প্রথমেই আসে বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-এর কথা।

Advertisements

বলিউড ক্লাসিক ‘শোলে’-র রিমেক ছিল রামগোপাল বর্মা (Ramgopal Verma)-র ‘আগ’। ফিল্মটি ছিল সুপার ফ্লপ। রামগোপালকে নিয়ে হয়েছিল রীতিমত সমালোচনা। এই ফিল্মে গব্বর সিং-এর আদলে তৈরি চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ। চরিত্রের নাম ছিল বব্বন সিং। অমিতাভের অনুরাগীদের একাংশ অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন, বিগ বি এই ধরনের চরিত্রে অভিনয় করায়।

Advertisements

Advertisements

অত্যন্ত লজ্জাজনক ছিল ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)-এর বলিউড ডেবিউ ‘বুম’। এই ফিল্মে যেভাবে ক্যাটরিনাকে ব্যবহার করা হয়, তা অত্যন্ত অশ্লীল। পরবর্তীকালে ক্যাটরিনা জানিয়েছেন, এই ফিল্মে তাঁকে যে ধরনের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল, ভবিষ্যতে তিনি ওই ধরনের দৃশ্যে অভিনয় করবেন না। তাতে ফিল্ম ছেড়ে দিতেও আপত্তি নেই তাঁর।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

তবে ‘আয়েশা’ ফিল্মে অভয় দেওল (Abhay Deol)-এর তুলনায় গুরুত্বপূর্ণ ছিল তাঁর পোশাক। এর ফলে তাঁর তুখোড় অভিনয় ঢাকা পড়ে যায়। অভয় একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি ভবিষ্যতে এই ধরনের ফিল্মে অভিনয় করতে রাজি নন। কারণ ফিল্মের রিভিউয়ে পোশাকের প্রশংসা করা হয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by Abhay Deol (@abhaydeol)

শাহিদ কাপুর (Shahid kapoor) এখনও ‘শানদার’, ‘চুপ চুপ কে’, ‘বাহ, লাইফ হো তো অ্যায়সি’ ফিল্মে অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে আফশোস করেন। কিন্তু মন্দের ভালো, তাঁর ফিল্মের গানগুলি আজও সুপারহিট।

 

View this post on Instagram

 

A post shared by Shahid Kapoor (@shahidkapoor)

‘হামসকল’ ফিল্মে অভিনয়ের জন্য আজও আফশোস করেন সইফ আলি খান (Saif Ali Khan)। এই ফিল্মে অভিনয়ের জন্য তাঁকে কোনও চিত্রনাট্য দেননি সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala)। সাজিদের কথামতো অভিনয় করার পর তার নিট ফল দাঁড়িয়েছিল সুপার ফ্লপ।

‘কিল দিল’ ফিল্মে খলনায়কের চরিত্রে অভিনয়ের ভুল সিদ্ধান্তের মাশুল গুনেছিলেন গোবিন্দা (Govinda)। বাড়ির লোকের পরামর্শে ওই ফিল্মে তিনি অভিনয় করলেও তা ছিল হাস্যকর।

 

View this post on Instagram

 

A post shared by Govinda (@govinda_herono1)

অজয় দেবগণ (Ajay Devgan) নাকি ফিল্ম তৈরির আগেই আশি শতাংশ নিশ্চিত হয়ে যান ফিল্মটি হিট হওয়ার ব্যাপারে। কিন্তু তাঁর প্রেডিকশন সম্পূর্ণ ভুল ছিল ‘রাস্কেল’, ‘হিম্মতওয়ালা’-র ব্যাপারে।

 

View this post on Instagram

 

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

প্রযোজক ও সহকর্মীদের খুশি করতে গিয়ে আরেকটু হলেই নিজের কেরিয়ার ধ্বংস করে দিচ্ছিলেন ইমরান হাশমি (Emraan Hashmi)। ‘গুড বয় ব্যাড বয়’ ফিল্মটি ফ্লপ হলেও ভাগ্যের জোরে তিনি টিকে যান বলিউডে।

‘মেলা’ ফিল্মে অভিনয়ের ফলে কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল টুইস্ট খান্না(Twinkle Khanna)-র। তিনি ‘মেলা’-কে তাঁর কেরিয়ারের ‘কাটা দাগ’ ছাড়া আর কিছুই বলতে রাজি নন।

একসময় মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)-এর বিপরীতে সুপার ফ্লপ ফিল্ম ‘মুঘল-ই- আজম’ ফিল্মে অভিনয় করার পর নিজের চরিত্র বাছাই করার ক্ষমতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল রাহুল বোস (Rahul Bose)-এর।

 

View this post on Instagram

 

A post shared by Rahul Bose (@rahulbose7)

‘জঞ্জির’ ফিল্মে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra Jonas)-কে কাস্ট করা হলেও এই ফিল্মে নিজের অভিনয় দেখানোর সুযোগ পাননি তিনি। এখনও এই ফিল্মকে তিনি নিজের কেরিয়ারের ভুল বলেই মনে করেন।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

whatsapp logo
Advertisements
Avatar