whatsapp channel

সফলতার আড়ালে ঘৃণ্য কুকর্ম ব্যবসায়ীর, নির্লজ্জতার সীমা পার করলো এই ওয়েব সিরিজ

বিগত কয়েক বছরে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম। সেখানে গোপনে দর্শকদের আকর্ষণ করে 'হট' এবং 'বোল্ড' দৃশ্য দিয়ে সাজানো আজকালকার প্রায় সব ওয়েবসিরিজ। এগুলি এমন গল্প ও…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বিগত কয়েক বছরে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম। সেখানে গোপনে দর্শকদের আকর্ষণ করে ‘হট’ এবং ‘বোল্ড’ দৃশ্য দিয়ে সাজানো আজকালকার প্রায় সব ওয়েবসিরিজ। এগুলি এমন গল্প ও দৃশ্যপট দিয়ে সাজানো হয়, যা মানুষের একান্ত সময়ের সঙ্গী হতে পারে। এই প্রতিবেদনে এমনই এক ওয়েবসিরিজের কথা হবে, যা দেখতে গেলে আপনাকে বাড়ির মধ্যেই ‘প্রাইভেসি’ খুঁজতে হবে।

বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে নানারকমের কন্টেন্ট হলেও এখন এডাল্ট ওয়েব সিরিজের চাহিদা অনেকটাই বেশি। অনেক প্ল্যাটফর্মেই উষ্ণ ও সাহসী দৃশ্যে ভরপুর ওয়েব সিরিজের চাহিদা এখন বেশ ভালো। আর এইরকম গল্প ও দৃশ্যপটে সাজানো সিরিজ তৈরি করে এখন বিখ্যাত হয়ে উঠেছে ‘উল্লু’, ‘এমএক্স প্লেয়ার অনলাইন’, ‘অলট বালাজি’র মতো ওটিটি প্ল্যাটফর্মগুলি। বিশেষ করে ‘উল্লু অরিজিনালস’-এর সিরিজগুলি এখন গোপনে বিখ্যাত হয়ে উঠেছে নানা বয়সের দর্শকদের মধ্যে।

আর এবার ‘উল্লু অরিজিনালস’-এর একটি ওয়েবসিরিজ জনপ্রিয়তা লাভ করেছে ব্যাপকভাবে। ‘পালংগ তোড়’ সিরিজের ‘বুল অফ দালাল স্ট্রিট’-সিরিজটি বিগত সময়ে বিপুল দর্শক পেয়েছিল। তার মূল কারণ হল এই সিরিজের গল্প ও সাহসী দৃশ্যের সম্ভার। এই সিরিজের গল্প মুম্বইয়ের শেয়ার বাজার কাঁপানো হর্ষল মেহতাকে নিয়ে। এই ব্যক্তিটি আদতে ভারতের শেয়ার বাজারে ১৯৯২ সাল এবং তার আগের সময় প্রভাব বিস্তার করেন। তারপরেই বিভিন্ন কুকর্মে লিপ্ত হন তিনি। এই সিরিজে সেটাই দেখানো হয়েছে। এই সিরিজে একাধিক বেডসিন রয়েছে, যা দর্শকদের রাতের ঘুম কেড়ে নিতে পারে।

এই সিরিজে সাহসী যেন পর্যাপ্ত পরিমাণের থেকে বেশিই দেওয়া হয়েছে। একাধিক ঘনিষ্ঠ দৃশ্য দিয়ে সাজানো হয়েছে সিরিজটি। অভিনেত্রী অপর্ণা শর্মা, পায়েল গোর ও নয়না ছাবরা তাদের শারীরিক পরিভাষা দিয়ে সিরিজটিকে আরো জীবন্ত করে তুলেছেন। এছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন ইকবাল খান এবং অস্মিত প্যাটেলের মতো অভিনেতারা। ‘উল্লু’ এপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিলে আপনিও দেখতে পারবেন এই সিরিজ।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা