খালি গলায় নেহা কক্করের সঙ্গে গান গাইলো চাঁদমণি, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
গ্রাম বাংলার আদিবাসী মেয়ে চাঁদমনি। কিন্তু তার গলায় যেন ভর করেছেন মা সরস্বতী। কয়েকদিন আগেই নেহা কাক্কারের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় সবার মন ছুঁয়ে গেছে এই মেয়েটি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। অসাধারণ গলার জন্য বলিউডের দরজা তার জন্য খুলে যায়। সেই আদিবাসী কন্যাই সম্প্রতি নেহা কাক্কার এর সাথে সোশ্যাল মিডিয়ায় জুটি বেঁধে খালি গলায় গান গেয়েছে। নেহা কাক্কার এর বিখ্যাত গান ‘মিলে হো তুম হামসে’ এই গানটি দুজনে একসঙ্গে গেয়েছেন।
কয়েকদিন আগেও সন্দীপন মুখার্জির পরিচালনায় ‘ভালোবেসেছি তাই হেরেছি’ গানটি গেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন চাঁদমণি। আদিবাসী সম্প্রদায়ের মেয়ে হয়েও তার গানের গলা কিন্তু সত্যিই অসাধারণ, তা এক বাক্যে স্বীকার করতেই হয়। প্রতিষ্ঠিত কোন শিক্ষায়তনের শিক্ষার সুযোগ পেয়েছে কিনা জানা নেই তবে তার গলার সত্যিই ঈশ্বর প্রদত্ত গলা। তার এই প্রতিভাকে জনসমক্ষে তুলে ধরেছেন তার দুই শিক্ষক। ইতিমধ্যেই সে তার অসাধারণ গলার জন্য সকলের মন জয় করে নিয়েছে।
ঘরে রয়েছে অর্থনৈতিক অনটন। দুবেলা-দুমুঠো খাবার জোটে কিনা সন্দেহ আছে, তা সত্বেও পড়াশোনার সাথে সাথে কিন্তু নিজের প্রতিভাকে নষ্ট করেনি চাঁদমনি। এই ছোট্ট মেয়েটি সকলের কাছে আদর্শ হতেই পারে। কিভাবে জীবনে বাধা বিঘ্ন কে কাটিয়েও নিজের প্রতিভাকে টিকিয়ে রাখা যায় তার লড়াই করেছে এই মেয়েটি। দেখে নিন সেই ভিডিও।