whatsapp channel

Arshiya Mukherjee: অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত রান্না করে তাক লাগালেন সকলের প্রিয় ভুতু

জানেন ভূতেরা রান্নাবান্না করতে পারে? মাছের প্রতি ভূতেদের আলাদা আকর্ষণ থাকলেও এবারের ভুত কিন্তু মাছ রন্ধন করেননি, বরং করেছেন বাটার নরম নরম নান আর সঙ্গে চিকেন বাটার মশালা। কি জিভ…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

জানেন ভূতেরা রান্নাবান্না করতে পারে? মাছের প্রতি ভূতেদের আলাদা আকর্ষণ থাকলেও এবারের ভুত কিন্তু মাছ রন্ধন করেননি, বরং করেছেন বাটার নরম নরম নান আর সঙ্গে চিকেন বাটার মশালা। কি জিভ জল আসছে? আসতেই পারে। কিন্তু, ভাবছেন কোন ভূতে রান্না করলো এমন চটকদার খাবার।

Advertisements

আরে মশাই ভুতু ধারাবাহিকের ছোট্ট আর্শিয়াকে মনে আছে? যে কিনা ভুত হয়ে সারা বাড়ি ঘুরতো, ম্যাজিক করে সকলের বিপদ কাটিয়ে দিত, মায়ের মুখে বাবার মুখে হাসি ফুটিয়ে দিত, সেই ভুতু এখন রান্নাবান্না করছেন।

Advertisements

কথা হচ্ছে শিশু শিল্পী আর্শিয়া মুখোপাধ্যায় সম্পর্কে। একটা সময় বাংলা টেলিভিশনে তার অবাধ বিচরণ ছিল। সকলের প্রিয় ছিল এই ভুতু। এবং এই চরিত্রের মধ্যে দিয়ে বেশ জনপ্রিয় হয়ে খুদে আরশিয়া। সম্প্রতি, বিডিএম ইন্টারন্যাশনালের ছাত্রী আর্শিয়া স্কুলের কম্পিটিশনের‌ জন্যই এই রেসিপি তৈরি করেছে।

Advertisements

এখন সে ক্লাস সিক্সের ছাত্রী। স্কুলের কোনো প্রজেক্টের জন্য তিনি রান্না করেছেন এবং ছবিও পোস্ট করেছেন। ক্যাপশনে লেখা রয়েছে আইআইএইচএম রিজিওনাল সেমিফাইনালের জন্য নিজে হাতে এই দুটি রেসিপি সে তৈরি করেছে।

Advertisements

বাংলায় ধারাবাহিক করে বেশ সাফল্য পায় এই শিশু শিল্পী। এরপর তার ডাক আসে মুম্বাই থেকে। এমনকি ‘ভুতু’-র হিন্দি রিমেকেও অভিনয় করেছিলেন তিনিই। ‘রানু পেল লটারি’ ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল আর্শিয়াকে। সম্প্রতি ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’-তে ছোট্ট মীরাবাঈ-এর ভূমিকায় দেখা গেছে তাকে। তবে অভিনয়ের পাশাপাশি তিনি পড়াশুনো নিয়েও যথেষ্ট ব্যাস্ত, তারই প্রমাণ এই স্কুলের প্রজেক্ট।

whatsapp logo
Advertisements
Avatar