সমুদ্রের ধারে চিপস খেতে ব্যস্ত এক কাঁকড়া, ভাইরাল হল ভিডিও
বাড়ির পোষা কাঁকড়া চিপস থেকে শুরু করে নুডুলস ফল সবকিছুই খেয়ে থাকে কিন্তু সি বিচ এর মধ্যে থাকা সাধারন কাঁকড়াও যে অনেক কিছু খেতে পারে তার প্রমাণ আমরা আগেই পেয়েছি। এর আগেও দেখা গেছে একটি ফেলে দেওয়া জলন্ত সিগারেটকে মুখে দিয়ে দিব্যি সুখ টান দিচ্ছে এক কাঁকড়া।
এবারে সিগারেট নয়, পর্যটকদের দেওয়া আস্ত একটা চিপস দিব্যি হাতে করে তুলে নিয়ে খেতে ব্যস্ত হলুদ রঙের একটি কাঁকড়া। কাঁকড়াটি দেখে মনে হচ্ছে এটি কোন ভারতীয় সমুদ্রতটের ঘটনা নয়, বিদেশে এমন স্বচ্ছ রং এর কাঁকড়া। কাঁকড়াকেই যেমন সুন্দর দেখতে কাঁকড়ার ব্যবহার ও ঠিক তেমনি সুন্দর। একেবারে মানুষের মতন করে দুটি দাঁড়া দিয়ে দিব্যিই মুখের মধ্যে চিপ্স পুরে নিয়ে খেতে ব্যস্ত সে।
সোশ্যাল মিডিয়ায় কতইনা আজব আজব ঘটনা ঘটে। বিশেষ করে এই পশু পাখিদের নিয়ে নানান রকমের আজব ঘটনা মানুষের মধ্যে মুহূর্তের মধ্যেই পৌঁছে যায়। আর বিনোদনের এটিও একটি অসাধারণ জায়গা। তবে সোশ্যাল মিডিয়া যে শুধুমাত্র এমন আজব কান্ড দেখা যায় তা নয়, অনেক মানুষের প্রতিভার একমাত্র প্লাটফর্ম হল সোশ্যাল মিডিয়া।