Hoop News

Cyclone News: বাংলার বুকেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমেল, ক্ষয়ক্ষতির সম্ভাবনা ঠিক কতটা?

বঙ্গোপসাগরের ওপরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে তা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ক্রমশ এগিয়ে আসছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের দিকে। বর্ষা আসার আগে এটাই প্রথম ঘূর্ণিঝড় এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। নাম রিমেল, রিমেল কথাটি ওমান দেশের দেওয়া এর অর্থ হলো বালি। জানা যাচ্ছে, শুক্রবার সকালেই বঙ্গোপসাগরের মধ্যে ঘুর্নাবর্ত তৈরি হবে, তারপর এটা ক্রমশ এগিয়ে আসবে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের দিকে।

ঘন্টায় প্রায় ১০২ কিলোমিটার বেগে এই ঝড়ের গতিবেগ থাকতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী ২৬ শে মে আর ২৭শে মে পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা, মিজরাম, ত্রিপুরা, দক্ষিণ মনিপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বঙ্গোপসাগরে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করে দেবে এমনটাই জানানো হচ্ছে, তারপরে এই হাওয়ার গতিবেগ কিন্তু ক্রমশ বেড়েই যাবে ২৩শে মে বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশে এই হাওয়ার গতিবেগ থাকবে, ঘন্টার প্রায় ৬০ কিলোমিটার এবং জানানো হচ্ছে, ঘন্টার ৭০ কিলোমিটার বেগে ঝড় ধেয়ে আসতে পারে আর এই দুর্যোগ চলবে ২৫ আর ২৬ মে।

ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতে ২০০৯ সালে এই মে মাসে অর্থাৎ ২৫শে মে সুন্দরবনে আছড়ে পড়েছিল আয়লা, সেই আয়লার মারাত্মক স্মৃতি আজও মানুষের মনের মধ্যে রয়ে গেছে। এই আয়লার দাপটেই প্রাণ হারিয়েছিলেন প্রায় দেড়শ জন মানুষ, আর পাঁচ বছর আগেই উড়িষ্যতে তান্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় ফণী ২০২০ তে মে মাসেই উপকূলে আছড়ে পড়েছিল আমফান। তারপর ইয়াস ঝড় ও ধাক্কা দিয়েছে।

একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখতে পাবেন মে মাসে প্রত্যেকটা ঝড় কিন্তু তৈরি হয়, কিন্তু কেন এমনটা হয় মে মাসে ঝড় তৈরি হওয়ার কি কারণ বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, এই মে মাসের সমুদ্রের জলের উষ্ণতা অনেক অংশে বেড়ে যায়। জলীয় বাষ্পযুক্ত পূবালী হওয়া ঝড় বৃষ্টির সৃষ্টির জন্য অনেক আগেই দায়ী থাকে।

Related Articles