DA Hike: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, বকেয়া DA পাওয়া যাবে এই মাসে
সামনেই লোকসভার ভোট। প্রত্যেকটি রাজনৈতিক দল তৎপর দেশের দশের সেবার জন্য। কেউ জোট বাঁধছে তো কেউ একক ভাবে লড়ছে। সুতরাং দেশের বড় অভ্যন্তরীণ লড়াই খুবই কাছে এসে গিয়েছে। বিশেষত পুজোর পর থেকে এর তোরজোড় শুরু হয়ে যাবে চূড়ান্ত ভাবে। কিন্তু, সাধারণ মানুষ কি আদৌ উপকার পাচ্ছে? রাজ্যের দিকে তাকালে দেখা যাচ্ছে, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা পেলেও অনেকেই পাচ্ছেন না, পাশাপাশি রাজ্য সরকারে DA নিয়ে চরম আশঙ্কার মুখে কর্মচারীরা।
কেন্দ্রে DA বেড়েছে ৩৮%, সেখানে রাজ্য দিচ্ছে মাত্র ৩%। বকেয়া DA নিয়ে চিন্তার মুখে রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকার ঘোষিত ৩% DA নিয়ে মোটেই খুশি নন আন্দোলনরত রাজ্য সরকারের কর্মচারীরা। আন্দোলনকারীদের বক্তব্য এখনও ৩২% DA বাকি রয়েছে। কবে বাড়বে এই DA? প্রশ্নের মুখে রাজ্য সরকার (DA hike for West Bengal Government Employees)।
আমরা জানি DA হল সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর একটি অংশ। মুদ্রাস্ফীতি হলেই DA বাড়ার সম্ভবনা থাকে। মুদ্রাস্ফীতির মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হয়। এককথায়, মুদ্রাস্ফীতি যত বেশি হয়, DA বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও ততটাই বেশি থাকে। তবে ডিএ কতটা বাড়বে তার জন্য নির্দিষ্ট গণনা পদ্ধতি রয়েছে।
ইতিমধ্যে, সরকারি কর্মীদের ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হয়েছে। হয়তো সরকার কর্মীদের ডিএ চার শতাংশ বাড়াতে পারে। তাহলে এই অঙ্ক দাড়াছে ৪৬%। অথচ, রাজ্যের বেহাল অবস্থা। রীতিমত হতাশায় ভুগছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আপাতত আগামী নভেম্বর মাসের সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। আদৌ কি বাড়বে DA? বাড়লেও কতটা বাড়বে? সবটাই সময়ের অপেক্ষা। আপাতত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে খুশিতে রয়েছে রাজ্যবাসী। খুব শীঘ্রই শুরু হবে TET Recruitment প্রক্রিয়া, মুখে হাসি ফুটবে অসংখ্য চাকরিপ্রার্থীদের।