DA Increase: সরকারি কর্মচারীদের জন্য দারুন সুখবর, জুলাই থেকে আবার বাড়ল বেতন
২০২৩ সালটা বেশ ভালোই যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। কারণ এই বছরের শুরু থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একের পর এক ভালো খবর আসছে। বছরের শুরুতেই তাদের মহার্ঘভাতা বা ডিএ বৃদ্ধির কথা সামনে এসেছিল। আর সেই বৃদ্ধির জল্পনায় সিলমোহর পড়েছে কিছুদিন আগেই। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে মহার্ঘভাতা বৃদ্ধি পেতে চলেছে, তা নিশ্চিত করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আর এই জুলাইয়েই তা হতে চলেছে বলে খবর।
গত এপ্রিল থেকেই দেশে শুরু হয়েছে নতুন অর্থবর্ষ। আর এই ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য যে সুখবর আসবে, তা মোটামুটি নিশ্চিত ছিল বছরের শুরুতেই। আর জুলাই মাসের মাঝামাঝি এল সেই সুখবর। বিশেষ সূত্রে জানা গেছে, ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেসের একজিকিউটিভ এবং সুপারভাইজারদের মহার্ঘভাতা বৃদ্ধি করা হবে। কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি জারি ককরে এই বিষয়ে জানানো হয়েছে। তাই বছরের মাখামাখি সময়টি যে এসব কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ভালো যাবে, তাতে কোনো সন্দেহ নেই।
কিন্তু কিভাবে বাড়বে এই DA? কতই বা বেতন বৃদ্ধি হবে এত ফলে। এই বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে বেতন অনুযায়ী DA বৃদ্ধির পরিমান। বিজ্ঞপ্তি মারফত জানা গেছে, যাদের মাসিক ৩,৫০০ টাকা বেসিক পে, তাদের DA-র হার হবে ৭০১.৯ শতাংশ, বেতনের সাপেক্ষে যা সর্বনিম্ন হিসেবে হবে ১৫,৪২৮ টাকা। এছাড়াও যাদের মাসিক ৩,৫০১ থেকে ৬,৫০০ টাকার বেসিক পে, তাদের DA-র হার হবে ৫২৬.৪ শতাংশ, যা বেতনের সাপেক্ষে সর্বনিম্ন হবে ২৩,৫৬৭ টাকা। পাশাপাশি, যাদের ৬,৫০০-র বেশি এবং ৯,৫০০ পর্যন্ত বেসিক পে, তাদের DA-র হার হবে ৪২১.১ শতাংশ, যা বেতনের সাপেক্ষে সর্বনিম্ন হবে ৩৪,২১৬ টাকা।
এই বিজ্ঞপ্তিতে কেন্দ্র সরকার জানিয়েছে যে বিগত ১ জুলাই থেকেই এই সংশোধিত হারেই বেতন পাবেন নির্দিষ্ট দফতরের এই কর্মচারীরা। তবে এক্ষেত্রে আরো একটি বিষয় জানিয়ে দেওয়া হয়েছে যে, যেসব কর্মচারীদের ডিয়ারনেস এলাউন্স অ্যাকাউন্টে ৫০ পয়সা বা তার বেশি ভগ্নাংশ থাকবে, পরেরবার ‘রাউন্ড ফিগারে’ তা জুড়ে দেওয়া হবে। ৫০ পয়সার কম ভগ্নাংশ উপেক্ষা করা যেতে পারে।