whatsapp channel

Dance Video: ‘ঝুমকা’র তালে খোলা আকাশের নীচে অসাধারণ নৃত্য পরিবেশন এই যুবতীর, প্রশংসায় ভরিয়ে দিলেন সকলে

সহজেই যদি লোকের কাছে ফেমাস হয়ে যেতে হয়, তাহলে সোশ্যাল মিডিয়ার নানান মাধ্যমকে আপনি সহজেই ব্যবহার করতে পারেন। সোশ্যাল মিডিয়ার নানান মাধ্যম যেমন ইউটিউব, ফেসবুক, এবং ইন্সটাগ্রাম এর মাধ্যমে আপনার…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

সহজেই যদি লোকের কাছে ফেমাস হয়ে যেতে হয়, তাহলে সোশ্যাল মিডিয়ার নানান মাধ্যমকে আপনি সহজেই ব্যবহার করতে পারেন। সোশ্যাল মিডিয়ার নানান মাধ্যম যেমন ইউটিউব, ফেসবুক, এবং ইন্সটাগ্রাম এর মাধ্যমে আপনার প্রতিভা যদি প্রকাশ করে একবার ফেমাস হয়ে যান, তাহলে সেলিব্রিটিদের থেকে কোন অংশে কম হবেন না আপনি।

Advertisements

সোশ্যাল মিডিয়ার নানান প্লাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এর মাধ্যমে কোন নাচ, গান বা যেকোনো প্রতিভা ভাইরাল হতে সময় লাগে না। বর্তমানে হাতে শুধু একটা মুঠোফোন থাকলেই যথেষ্ট কারুর যদি মন ভালো না থাকে বা কারোর যদি সময় কাটতে না চায় কিংবা কেউ যদি একটু একা একা নিজের মতন থাকবেন, ভাববেন তাহলে কিন্তু তার একমাত্র সঙ্গী হতেই পারে তার হাতের মুঠোফোনটি।

Advertisements

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মৌমিতা নামের এক যুবতী তার অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও সকলের জন্য দিয়েছেন। মাত্র ৩ দিন আগে শেয়ার করেছেন একটা ভিডিও। বর্তমানে নজর কেড়েছেন নেটজনতার একাংশের। কখনো খোলা আকাশের নীচে, সবুজের মাঠের মাঝে ‘ঝুমকা’র তালে নাচ পরিবেশন করছেন অনেকেই। সবুজ রঙের শাড়িতে সেজে উঠেছেন মৌমিতা আর ব্যাকগ্রাউন্ড গান বাজছে ‘যতই তুমি বাহানা করো না কেন’ অসাধারণ এই গানটি সঙ্গে তিনি রীতিমতন কোমর দুলিয়েছেন।

Advertisements

শুধু তাই নয়, সবুজ রঙের শাড়ি আর সবুজ রঙের স্লিভলেস ব্লাউজের পাশাপাশি তার অসাধারণ মেকআপও কিন্তু নজর কেড়েছে, সবচেয়ে সুন্দর লাগছে তার কানের দুল, মাল্টি কালারের ওপরে কানে এমন ঝুমকা পরেছেন যা কিন্তু সবাই তার দিকে তাকাতে আরো বাধ্য করবে। তবে ভিডিওটি শেয়ার করার পরই কমেন্ট বক্স উপচে পড়ে। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –

Advertisements

whatsapp logo
Advertisements
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক