whatsapp channel
Hoop Diary

কর্নাটকে রয়েছে এক বিখ্যাত মা লক্ষ্মীর মন্দির, জাগ্রত এই মন্দিরের খুঁটিনাটি জেনে নিন

কর্ণাটক রাজ্যের হাসান জেলার একটি গ্রাম দোদ্দাগদ্দাভল্লিতে একটি লক্ষ্মী দেবীর মন্দির রয়েছে। এটি হয়সাল সাম্রাজ্যের রাজা বিষ্ণুবর্ধন দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের ভেতরে রয়েছে চারটি মন্দির এবং টাওয়ার। এর ছাদ বৃত্তাকার।

এই মন্দিরের মধ্যে রয়েছে দুটি মূল প্রবেশদ্বার। এই মন্দিরের উত্তর, দক্ষিণ, পশ্চিমে যে মন্দির গুলি রয়েছে তাতে রয়েছে কালী, বিষ্ণু, ভূতনাথ লিঙ্গ। মন্ডপের সিলিং এর মধ্যে বৃত্তাকার প্যানেলে রয়েছে তাণ্ডবেশ্বর। এছাড়াও রয়েছে গজলক্ষী, তন্দেশ্বর, নরসিমা।

মন্দিরের ভিতরে রয়েছে তিন ফুট লম্বা একটি লক্ষ্মী দেবীর মূর্তি। মূর্তিটির উপরের ডান হাতে শংখ রয়েছে, উপরের বাম হাতে রয়েছে চক্র, নিচের ডান হাতে একটি জপমালা এবং নিচের বাম হাতে একটি গদি আছে। মণ্ডপটি খোলা এবং বর্গাকার। অসাধারণ সৌন্দর্যে এই লক্ষ্মী মন্দির প্রত্যেকের মন জয় করে নেয়।

whatsapp logo