Viral: দুর্দান্ত ভঙ্গিতে অসাধারণ নেচে তাক লাগালেন পান্তা ভাতের কুন্ডু, রইলো ভিডিও
করোনা ভাইরাসের জন্য যখন প্রত্যেকটি মানুষের জীবন বন্ধ ঘরের মধ্যে কার্যত গৃহবন্দি অবস্থায় কাটছে। তখন মানুষের জীবনের সাথে সাথে মনের অবস্থা ক্রমশ ক্ষতির দিকে যাচ্ছে। আর এই রকম পরিস্থিতিতে ইউটিউব এর এই একেকটি ভিডিও মানুষের জন্য অক্সিজেন বহন করে নিয়ে আসে। কখনো কাউকে আনন্দ দিচ্ছে কখনো আবার কাউকে উৎসাহিত করছে তাদের কেউ নতুন করে কিছু শুরু করার জন্য।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুইনা ভাইরাল হয়, সেলিব্রেটিদের নানান রকম কীর্তিকলাপ থেকে শুরু করে নতুন নতুন প্রজন্মদের একটা প্রতিভার প্রকাশ করার অন্যতম প্লাটফর্ম হয়েছে সোশ্যাল মিডিয়া। এর মাধ্যমে সাধারন থেকে অতি সাধারণ, যাদের মধ্যে প্রতিভা রয়েছে তারা খুব সহজেই উঠে আসে সকলের মধ্যে।
আগেকার দিনে নিজের প্রতিভা প্রকাশ করার জন্য টেলিভিশন বা রেডিও একটা অডিশনের ওপর নির্ভর করত। হংসরাজ নামে এক বাংলা সিনেমায় আমরা দেখেছি একটা গান গাওয়ার জন্য কত কষ্টই না করতে হয়েছিল। বাস্তব চিত্রটা আগেকার দিনে তেমনই ছিল। কিন্তু বর্তমানে চিত্রটা অনেকটাই বদলেছে। যুগ এগিয়েছে সামনের দিকে।
ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, যে সমস্ত সেলিব্রেটিরা সবসময় লাইমলাইটে থাকেন না, তারাও যখন ইউটিউবে একটা দুটো নাচ বাগান বা তাদের কোনো অংশ শেয়ার করেন। তখনও কিন্তু ও মানুষ ভীষণ পছন্দ করে। তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে। সম্প্রতি দীপান্বিতা কুন্ডুর একটি ভিডিও ভাইরাল হয়েছে। দীপান্বিতা কুন্ডু মানে সেই মিঠুন চক্রবর্তীর বলা পান্তা ভাতের কুন্ডু। তবে সেই মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে বেশ নায়িকা নায়িকা দেখতে হয়েছে। তাই তো মাত্র দু সপ্তাহ আগেই সে জালিমা কোকাকোলার সঙ্গে একটি নৃত্য পরিবেশন করেছে। এই নাচের জন্য একেবারে প্রশংসার ঝড় তুলে দিয়েছেন।
ভিডিওটি পৌঁছে গেছে প্রায় দেড় লক্ষ মানুষের কাছে। আর দশ হাজার মানুষ এই ভিডিওটি কে লাইক দিয়েছেন। ইউটিউবে দীপান্বিতা কুন্ডু নামে একটি চ্যানেল আছে এর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৫৩ হাজার। ছোটবেলা থেকেই গোলগাল চেহারা আর বেশ পাকা বুড়ির মতন অঙ্গভঙ্গি অনেকের মনে জায়গা করে নিয়েছিল দীপান্বিতা। বড় হয়ে যাওয়ার পরেও সে দীপান্বিতা কে চিনতে কারোর ভুল হয়নি। তাইতো কোন ভিডিও বার করলেই এত মানুষ ভিডিওটিকে দেখেন এবং পছন্দ করেন।
দেখে নিন দীপান্বিতার অসাধারন নাচের ভিডিও –