Hoop Life

Lifestyle: মা লক্ষ্মীর পূজার সময় ভুল করেও করবেন না এই কাজটি

বৃহস্পতিবার অনেকেই মা লক্ষ্মীর পুজো করেন , কিন্তু আপনি কি জানেন? এই ছোট্ট ভুল আপনার জীবনে কতখানি খারাপ প্রভাব নিয়ে আসতে পারে। আমরা অনেকেই জানিনা, লক্ষ্মীকে পুজো করার সঠিক নিয়ম। মা লক্ষীকে আপনি যদি ঠিক মতন করে পুজো করতে পারেন। তাহলে আপনার জীবন অনেকাংশে সুন্দর হয়ে উঠবে।

বৃহস্পতিবার নিয়ম করে মা লক্ষ্মীর পুজো করুন। পুজো করার সময় অবশ্যই লক্ষ্মীর পাঁচালী আপনাকে পড়তে হবে। সাধারণত সন্ধ্যেবেলা মা লক্ষ্মী পুজো করে তবে যাদের সময়ের অভাব শুদ্ধ কাপড়ে স্নান করে, সকাল বেলার আগে পুজো করে নিতে পারেন এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ।

কখনো ভুল করেও ঘন্টা বাজাবেন না। ঘন্টা বাজালে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন। লক্ষ্মী পূজায় তুলসী পাতা প্রদান করতে নেই, তুলসী পাতার নারায়ণকে দিতে পারেন। লক্ষ্মীপুজোয় কখনো স্টিলের বাসন ব্যবহার করবেন না স্টিলের বাসন মা লক্ষ্মী একেবারেই পছন্দ করেন না। সেক্ষেত্রে তামার বা পেতলের বাসন ব্যবহার করতে পারেন, এই ভাবে নিয়ম মেনে যদি মা লক্ষ্মী পুজো করেন, তাহলে দেখবেন আপনার জীবন একেবারে ফুলে-ফেঁপে উঠেছে অর্থনৈতিক সমস্যা একেবারে দূর হয়ে যাবে।