whatsapp channel

Fixed Deposit: উৎসবের মরশুমে দারুন সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, দেখুন ফিক্সড ডিপোজিটে সুদের হয়

কোনো উৎস থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া গেলে কিংবা অবসর জীবনে পাওয়া টাকা কিংবা কোনো এক সময়ের জন্য সঞ্চিত অর্থকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই।…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

কোনো উৎস থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া গেলে কিংবা অবসর জীবনে পাওয়া টাকা কিংবা কোনো এক সময়ের জন্য সঞ্চিত অর্থকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা যেমন সুরক্ষিত থাকে, তেমনই একটি নির্দিষ্ট সময়সীমা অবধি সেই টাকা রাখলেই ভালো সুদ পাওয়া যায়। যে কারণে সময়কাল শেষ হয়ে যাওয়ার পর রিটার্ন মেলে বেশ ভালো।

আর এবার ফেডারেল ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট স্কিমে আরো অতিরিক্ত সুদ দিতে চলেছে। জানা গেছে, সম্প্রতি ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে এই বেসরকারি ব্যাঙ্ক। এবার থেকে এর ব্যাপক লাভ পেতে চলেছেন গ্রাহকেরা। এবার থেকে স্কিমের মেয়াদ অনুযায়ী সুদের হার মিলবে। জানা গেছে, এই সুদের হার ৩.০০ শতাংশ থেকে ৭.৮০ শতাংশ। গত ২১ শে সেপ্টেম্বর থেকে এই সুদের হার কার্যকর হয়েছে বলেই জানা গেছে। এবার একনজরে দেখে নিন জর কেমন মেয়াদে কেমন সুদ পাবেন গ্রাহকরা।

■ ৭ থেকে ২৯ দিনের মেয়াদ – ৩.০০ শতাংশ হারে সুদ।
■ ৩০ থেকে ৪৫ দিনের মেয়াদ – ৩.২৫ শতাংশ হারে সুদ।
■ ৪৬ থেকে ৬০ দিনের মেয়াদ – ৪.০০ শতাংশ হারে সুদ।
■ ৬১ দিন থেকে ১১৯ দিনের মেয়াদ – ৪.৭০ সৎসনশ হারে সুদ।
■ ৩ মাস থেকে ৬ মাসের মেয়াদ – ৫.০০ শতাংশ হারে সুদ।

■ ৬ থেকে ৯ মাসের মেয়াদ – ৫.৭৫ শতাংশ হারে সুদ।
■ ৯ মাস থেকে ১ বছর মেয়াদ – ৬.০০ শতাংশ হারে সুদ।
■ ১ বছর থেকে ১৩ মাসের মেয়াদ – ৬.৮০ শতাংশ হারে সুদ।
■ ১৩ মাস থেকে ২১ মাসের মেয়াদ – ৭.৩০ শতাংশ হারে সুদ।
■ ২১ মাস থেকে ২ বছরের মেয়াদ – ৬.৭৫ শতাংশ হারে সুদ।

■ ২ বছর থেকে ৩ বছরের মেয়াদ – ৭.০৫ শতাংশ হারে সুদ।
■ ৩ বছর থেকে ৫ বছরের মেয়াদ – ৬.৬০ শতাংশ হারে সুদ।
■ ৫ বছর থেকে ১০ বছরের মেয়াদ – ৬.৬০ শতাংশ হারে সুদ।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা