Hoop Life

Dashahara 2022: জীবনের সকল বাধা দূর করতে দশহারার দিন পালন করুন সহজ পাঁচটি টোটকা

জীবনের সকল বাধা দূর করতে দশহারার দিন পালন করতে পারেন এই কতগুলি টোটকা। এই বছর ৯ জুন বৃহস্পতিবার পড়েছে দশহারা, এই যদি পাঁচটি সহজ টোটকা মানতে পারেন, তাহলে আপনার জীবনের আমূল পরিবর্তন আসতে চলেছে। তাই আর দেরি না করে চটজলদি আমাদের Hoophaap এর পেজে দেখে নিন কি কি টোটকা আপনি দশহারার দিন করতে পারবেন।

১) এই দিন অবশ্যই গঙ্গা পুজো করতে হয়, গঙ্গা পুজো করে আপনি আপনার মনস্কামনা পূর্ণ করতে পারবেন।

২) এই দিন গরীবকে দান করুন। তবে অতিরিক্ত কিছু নয়। আপনার যতটা সামর্থ্য ততটাই দান করুন।

৩) যশোহরের দিন মা গঙ্গাকে দশটি ফুল, দশটি ফল দিয়ে পুজো করুন। এতে কিন্তু আপনার পূন্য দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে।

৪) দশহারা দিন কোনো অবস্থাতেই মিথ্যে কথা বলবে না। কোনদিন মিথ্যে কথা বলা উচিত নয়, কিন্তু আমরা অনেক সময় প্রয়োজনে মিথ্যে কথা বলতে বাধ্য হই,এই দিন কোন পরিস্থিতিতেই মিথ্যে কথা বলতে নেই। বললে কিন্তু আপনি পূন্য ক্রমশ কমতে থাকবে, তাই এই কথাটি অবশ্য মাথায় রাখুন।

৫) দশহারা দিন অবশ্য করে নিরামিষ আহার করুন। যেকোন পুজো পূর্ণিমা ইত্যাদিতে যদি আপনি নিরামিষ আহার করেন, তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি অনেকখানি পূন্য করতে পারবেন।

Related Articles