ঘন জঙ্গলে ক্যামেরায় ধরা পড়ল বিরল প্রজাতির উড়ন্ত সাপ, তুমুল ভাইরাল ভিডিও
অনবরত বৃষ্টি হয়ে চলেছে জঙ্গলের মধ্যে। আর এই পরিবেশে বাস করে উড়ন্ত সাপ। গোটা পৃথিবীতে উড়ন্ত সাপ এর পাঁচটি প্রজাতি আছে। তারা বেশ গোটা পৃথিবী জুড়ে হেসেখেলেই দাপিয়ে বেড়াচ্ছে। উপযুক্ত সময় শিকার ধরার জন্য এই সাপের পেশি এমন ভাবেই তৈরি হয়েছে।
ইন্দোনেশিয়ার এই বনাঞ্চলে শুধু মাত্র সাপ নয় নিজেদেরকে বাঁচার তাগিদে ছোট ছোট গিরগিটিদেরও রয়েছে ডানা। এরা সেই ডানার সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে উড়ে যেতে পারে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাপ এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার জন্য প্রথমে নিজের লক্ষ্য স্থির করে নিচ্ছে। তারপর শরীরের বেশিরভাগ অংশটা হাওয়ায় দুলিয়ে দিয়ে ঝাঁপ দিচ্ছে সেই গাছের দিকে। এরা এই ভাবেই এখানে যাতায়াত করে আর শিকার ধরে। বিধাতার কি অদ্ভুত সৃষ্টি তা এদের দেখলেই বোঝা যায়।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমত ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশের প্রত্যেকটি মানুষের কাছে। ভয়ংকর এই উড়ন্ত সাপ দেখে যেমন গায়ে কাঁটা দেয় ঠিক তেমনি বিস্ময় লাগে। বেঁচে থাকার তাগিদে কত কিছুই না করতে হয়।