whatsapp channel

Vastushastra: ভাদ্র মাসে এই খাবারগুলি খেলে রুষ্ট হন মা লক্ষ্মী

গোটা ভাদ্র মাস জুড়ে নানান রকম পুজো রয়েছে। যেমন কৌশিকী আমাবস্যা এছাড়াও শাস্ত্র মতে, ভাদ্র মাস হল মা লক্ষ্মীর মাস। এই মাসে এমন কিছু খাবার খেলে আপনার জীবনে ঘটতে পারে…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

গোটা ভাদ্র মাস জুড়ে নানান রকম পুজো রয়েছে। যেমন কৌশিকী আমাবস্যা এছাড়াও শাস্ত্র মতে, ভাদ্র মাস হল মা লক্ষ্মীর মাস। এই মাসে এমন কিছু খাবার খেলে আপনার জীবনে ঘটতে পারে অনেক অর্থনৈতিক সমস্যা। বর্তমান পরিস্থিতিতে এমনিতেই সকলে নানান রকম অর্থনৈতিক অনটনেরমধ্যে দিয়ে যাচ্ছেন। এই রকম পরিস্থিতিতে যদি গোটা ভাদ্র মাস জুড়ে এই ছোটখাটো টোটকা আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবনে আর কোনরকম অর্থনৈতিক সমস্যা থাকবে না। চাকরিতে উন্নতি হবে এবং প্রমোশন হবে।

Advertisements

Vastushastra: ভাদ্র মাসে এই খাবারগুলি খেলে রুষ্ট হন মা লক্ষ্মী

Advertisements

গোটা ভাদ্র মাস জুড়ে যে খাবারটি আপনি একেবারেই খেতে পারবেন না তাহলে থোড়। থোড়ের কোন রান্না আপনি ভাদ্র মাসে যদি খান তো আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। তাই এই খাবারটি আপনাকে বাদ দিতে হবে থোড়ের সাথে সাথে আরেকটি খাবার আপনি খেতে পারবেন না, তা হল ছাঁচি কুমড়ো। ছাঁচি কুমড়ো দিয়ে কোন রান্নায় আপনি খেতে পারবেননা।

Advertisements

Vastushastra: ভাদ্র মাসে এই খাবারগুলি খেলে রুষ্ট হন মা লক্ষ্মী

Advertisements

ভাদ্র মাসে অমাবস্যা তিথিতে কৌশিকী অমাবস্যার পুজো হয়। এই কৌশিকী অমাবস্যা তিথিতে অনেকেই নিরামিষ আহার করেন। তবে এই দিন কোনরকম ভাত জাতীয় খাবার খাওয়া যাবেনা। কেউ কেউ নিরামিষ খেলেও নিরামিষ ভাত খান তবে কৌশিকী আমাবস্যার দিনে কোনভাবেই ভাত এবং থোড় ও ছাঁচি কুমড়ো খাওয়া যাবেনা।

Vastushastra: ভাদ্র মাসে এই খাবারগুলি খেলে রুষ্ট হন মা লক্ষ্মী

আমরা অনেকেই এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিই। কিন্তু মানুষ যখন নানান রকম অর্থনৈতিক সংকটের মধ্যে পরে তখন এই কুসংস্কার গুলি কে যদি একটু সংস্কার বলে মন দিয়ে মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের অনেক সময় এসেছে কারণ আপনি হয়তো বুঝতে পারছিলেন না, কেন আপনার জীবনে সুসময় আসছে না। কেন অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে না, তাই পরিশ্রমের সাথে সাথে অবশ্যই এই ছোটখাটো টোটকাগুলি মেনে চলুন। শুধু টোটকা মানলেও যেমন কাজ হবে না, তেমন শুধু পরিশ্রম করলেও কাজ হবেনা। দুটো যদি একসঙ্গে মিশিয়ে আপনি মন দিয়ে করতে পারেন তাহলেই এর ফল আপনি পাবেন।

whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media