Hoop NewsHoop Trending

Gold Price Today: মহা-শিবরাত্রির দিন ব্যাপক পরিবর্তন সোনার দামে!

চলছে বিয়ের মরশুম। আগামী দিনে সাতপাকে বাঁধা পড়বেন অনেক যুবক যুবতি। এর মাঝে সোনার দামে নজর থাকে সকলের। কারণ বিনিয়োগের পাশাপাশি বিয়ের সময় সোনার চাহিদা বৃদ্ধি পায়। ভিড় জমে গয়নার দোকানে। তবে বিগত কয়েকদিনে সোনার মূল্যবৃদ্ধি চিন্তায় ফেলেছিল ক্রেতাদের। তবে শনিবার শিবরাত্রির দিন অনেকটা স্বস্তি ফিরল ক্রেতাদের মধ্যে।

শনিবার কলকাতার বাজারে অনেকটাই কমেছে ২৪ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম। পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও। ফলে স্বস্তি ফিরল ক্রেতাদের মধ্যেও। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।

আজ কলকাতায় সোনার দাম (১৮.০২.২০২৩-শনিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৬,৮০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৩,৯০০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (১৭.০২.২০২৩-শুক্রবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৭,২০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৪,৩০০ টাকা।

আজকের মূল্যহ্রাস
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ৪৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ৪০০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (১৮.০২.২০২৩-শনিবার)
৬৫,১০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় রূপোর দাম (১৭.০২.২০২৩-শুক্রবার)
৬৬,০৫০ টাকা প্রতি কেজি

আজকের মূল্যহ্রাস
৯০০ টাকা প্ৰতি কেজি

প্রসঙ্গত, শনিবার বিশ্ব বাজারেও কিছুটা নিম্নমুখী রয়েছে সোনার দাম। তার প্রভাব দেশীয় বাজারে পড়েছে বলে জানা গেছে। এদিন বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৮৪১.৮৬ মার্কিন ডলার।

Related Articles