whatsapp channel

Gold Price Today: বর্ষার মরশুমে বিয়ের পিঁড়িতে বসার আগে দেখে নিন আজকের সোনার দাম

বিয়ের মাস চলছে। যাদের ঘরে আগাম সোনা কেনা নেই, তাদেরকে সোনা কিনতেই হবে নতুন করে। কিন্তু, যাদের ঘরে আছে, তাদের হয়তো কিনতে হবে না, তবে পুরনো গয়নায় হলমার্ক আছে কিনা…

Avatar

Susmita Kundu

Advertisements
Advertisements

বিয়ের মাস চলছে। যাদের ঘরে আগাম সোনা কেনা নেই, তাদেরকে সোনা কিনতেই হবে নতুন করে। কিন্তু, যাদের ঘরে আছে, তাদের হয়তো কিনতে হবে না, তবে পুরনো গয়নায় হলমার্ক আছে কিনা দেখে নেওয়া জরুরী। আজ দেখে নিচ্ছি সোনার দামের কতটা পরিবর্তন এসেছে। দাম কমেছে না বেড়েছে?-এই প্রশ্ন থাকে সেইসব মানুষদের মাথায় যারা সোনা কেনার প্ল্যান করেন। চলুন দেখে নিই আজকের সোনার ও রুপোর দাম (Gold price today)।

Advertisements

কলকাতা ১লা জুলাই অনুযায়ী আজকের সোনার দাম-» পাকা সোনার বাট দাম প্রতি ১ গ্রাম অনুযায়ী ৫৮৫০ টাকা। ১০ গ্রামের দাম ৫৮৫০০ টাকা। (২৪ ক্যারেট)। পাকা সোনার দাম প্রতি ১ গ্রাম অনুযায়ী ৫৮৮০ টাকা। ১০ গ্রামের দাম ৫৮৮০০ টাকা। (২৪ ক্যারেট)। হলমার্ক সোনার দাম প্রতি ১ গ্রাম অনুযায়ী ৫৫৯০ টাকা। ১০ গ্রামের দাম ৫৫৯০০ টাকা। (২২ ক্যারেট, ৯১৬)

Advertisements

কলকাতা ১লা জুলাই অনুযায়ী আজকের রুপোর দাম

Advertisements

রুপোর বাট ১ কেজি অনুযায়ী দাম ৬৮৭০০ টাকা।
খুচরো রুপো ১ কেজি অনুযায়ী দাম ৬৮৮০০ টাকা।

Advertisements

সোনা যে শুধু গয়না হিসেবে প্রয়োজন হয় এমনটা নয়। অনেকেই সোনার বাট কেনেন। তাই সোনার দাম তিনভাগে ভাগ হয়। এক, পাকা সোনার বাট, পাকা সোনা আর হলমার্ক গহনা সোনা। চলুন দেখে নিই গতকাল সোনার দাম কী ছিল।

গতকাল অর্থাৎ ৩০শে জুন অনুযায়ী সোনার দাম

পাকা সোনার বাট দাম প্রতি ১ গ্রাম অনুযায়ী ৫৮৬৫ টাকা। ১০ গ্রামের দাম ৫৮৬৫০ টাকা। (২৪ ক্যারেট)

পাকা সোনার দাম প্রতি ১ গ্রাম অনুযায়ী ৫৮৯৫ টাকা। ১০ গ্রামের দাম ৫৮৯৫০ টাকা। (২৪ ক্যারেট)

হলমার্ক সোনার দাম প্রতি ১ গ্রাম অনুযায়ী ৫৬০৫ টাকা। ১০ গ্রামের দাম ৫৬০৫০ টাকা। (২২ ক্যারেট, ৯১৬)

কলকাতা ৩০শে জুন অনুযায়ী রুপোর দাম

রুপোর বাট ১ কেজি অনুযায়ী দাম ৬৯৬৫০ টাকা।
খুচরো রুপো ১ কেজি অনুযায়ী দাম ৬৯৭৫০ টাকা।

সোনার দাম গোটা ভারতে প্রায় একই রেট থাকে। তবে বিভিন্ন জায়গা অনুযায়ী এর দাম কিছুটা হেরফের হয়। কলকাতা, দিল্লি, মুম্বাই, বিভিন্ন জায়গায় সোনার দাম কিঞ্চিৎ বাড়ে কমে, তবে বিরাট হেরফের হয়না। সুতরাং, দেরি না করে আজ চলে যেতে পারেন নিকটবর্তী সোনার দোকানে। আজ কিন্তু দাম কিছুটা কমেছে। কালকের দিনের তুলনায় হলমার্ক সোনার দাম কমেছে ১৫ টাকা প্রতি ১ গ্রামে।

whatsapp logo
Advertisements