Gold Price Today: ছুটির দিনে ক্রেতাদের স্বস্তি দিলো সোনার দাম, বড়দিনের আগেই ঘটল এই ছন্দপতন
প্রায় শেষের মুখে দাঁড়িয়ে ডিসেম্বর। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন পৌষ মাস শুরু হলেও ইংরেজি ক্যালেন্ডারে এখন উৎসবের মাস। কারণ ডিসেম্বরের শেষেই রয়েছে নানা মেলা, উৎসব, বড়দিন ও ইংরেজি নববর্ষ। আর সেই কারণে এখন বিয়েবাড়ি না থাকলেও অনেকেই কেনাকাটা করে থাকেন এই উৎসবের জন্য। পাশাপাশি, আগামী মাঘ ও ফাল্গুন মাসে রয়েছে বিয়ের লগ্ন। তাই ওই দুটি মাসের জন্যও কেনাকাটা করেন অনেকেই। আর সেই কারণেই এই সময়ে সবার নজর থাকে সোনার দামের গতিবিধির উপর।
সোনার উর্দ্ধমুখী বাজারে গতকাল শনিবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্দ্ধমুখী অবস্থায়। আর সপ্তাহের ছুটির দিন অর্থাৎ রবিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম রইল স্থিতিশীল অবস্থায়। পাশাপাশি, এদিন বৃদ্ধি বা হ্রাস পেল না রূপোর দামও। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (২৪.১২.২০২৩-রবিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৩,৪৯০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৮,২০০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (২৩.১২.২০২৩-শনিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৩,৪৯০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৮,২০০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।
আজ কলকাতায় রূপোর দাম (২৪.১২.২০২৩-রবিবার)
৭৯,০০০ টাকা প্রতি কেজি
গতকাল কলকাতায় রূপোর দাম (২৩.১২.২০২৩-শনিবার)
৭৯,০০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি
প্রসঙ্গত, রবিবার বিশ্ব বাজারে ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০৫০.৩০ মার্কিন ডলার। আজ তা বেড়ে হয়েছে ২০৫৩.৩০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা যায়নি। কারণ দেশীয় বাজারেও আজ সোনার দাম রয়েছে স্থিতিশীল অবস্থায়।