whatsapp channel

Gold Price: করোনা সংক্রমণ বৃদ্ধির কারণেই কি সোনার দামে ব্যাপক পরিবর্তন!

এসেছে নতুন বছর। পয়লা জানুয়ারি কেটে গেলেও উৎসবের রেশ এখনো কাটেনি। এর মাঝে আবার কয়েকদিন পর থেকে ফের শুরু হচ্ছে বিয়ের মরশুম। ফলে সোনা কেনার ধুম আবারো একবার বেড়েছে রাজ্যে।…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Advertisements
Advertisements

এসেছে নতুন বছর। পয়লা জানুয়ারি কেটে গেলেও উৎসবের রেশ এখনো কাটেনি। এর মাঝে আবার কয়েকদিন পর থেকে ফের শুরু হচ্ছে বিয়ের মরশুম। ফলে সোনা কেনার ধুম আবারো একবার বেড়েছে রাজ্যে। আর এর মধ্যেই চোখ রাঙাচ্ছে সোনার দর। গত বছর ডিসেম্বর থেকেই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে হলুদ ধাতুর দরদাম। ফলে নতুন বছরে প্রিয় মানুষকে উপহার হিসেবে হোক বা সন্তান সন্ততিদের বিয়ের জন্য হোক, সোনার গয়না কিনতে কার্যত মাথায় হাত মধ্যবিত্তদের। কারণ ইতিমধ্যে ২৪ ক্যারেট সোনার দাম ৫৬ হাজার ছুঁইছুঁই। চলতি বছরে রেকর্ড মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই কিন্তু কেন এত বৃদ্ধি পাচ্ছে সোনার দাম? রয়েছে বেশ কয়েকটি কারণ।

Advertisements

(১) সোনায় লগ্নি: গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও সোনায় লগ্নির হিড়িক বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। কারণ হলুদ এই ধাতুতে লগ্নি অনেক বেশি সুরক্ষিত। ২০২০ ও ২০২১ সালে করোনাকালীন সময়ে এমনটাই হয়েছিল। এদিকে সম্প্রতি কিছু দেশে ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবার সেই দিকেই ঝুঁকছেন বেশ কিছু মানুষ।

Advertisements

(২) বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি: আন্তর্জাতিক বাজারেও গত ডিসেম্বর থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে সোনার দাম। এর কারণে দেশীয় বাজারেও এতটা মূল্যবৃদ্ধি বলে দাবি বিশেষজ্ঞদের। বিশ্ব বাজারে প্রতি আউন্স ২৪ ক্যারাট সোনা ছুঁয়েছে ১৮৪৩ ডলার।

Advertisements

(৩) মহার্ঘ ডলার: এদিকে দিনের পর দিন বাড়ছে ডলারের দাম। ভারতীয় মুদ্রার দাম কমার কারণে বিদেশ থেকে শোনা আমদানি করতেও বেশি পরিমাণ খরচ হচ্ছে। সেই জন্য সোনার দামে এতটা বৃদ্ধি।

Advertisements

(৪) যোগানে ঘাটতি: পাকা সোনা বিক্রেতা জেজে গোল্ডের কর্ণধার হর্ষদ আজমেরার দাবি, বিশ্ব বাজারে সোনার জোগান কমেছে। কারণ দক্ষিণ আফ্রিকায় কিছু খনি বন্ধ হয়েছে ইতিমধ্যে। অন্য দিকে, ভারত-সহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যাঙ্ক সোনা কেনায় চড়া চাহিদা তাই দাম বাড়িয়েছে।

তবে শুধু সোনা নয়, দিনের পর দিন বাড়ছে রূপার দামও। জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের পূর্বাঞ্চলের চেয়ারম্যান পঙ্কজ পারেখ বলেন, সোনার বিকল্প হিসাবে বিদেশে রুপোর গয়নার চাহিদা বেড়েছে।

whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা