Hair Oil: কয়েক ফোঁটা কালোজিরা তেল দিয়েই ফিরবে চুলের জেল্লা, জেনে নিন ব্যবহারের পদ্ধতি
কালোজিরে চুলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। কালো জিরে দিয়ে আপনি যদি সঠিকভাবে চুলের যত্ন করতে পারেন, তাহলে আপনার চুল হবে কালো কুচকুচে। সামনেই দুর্গাপূজো। দুর্গাপূজো যদি নিজেকে ভীষণ সুন্দর করে তুলতে চান, তাহলে অবশ্যই কালোজিরে দিয়ে তৈরি করুন অসাধারণ বাড়িতে বানানো চুলে মাখা তেল। তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় চটজলদি বানিয়ে ফেলুন, আপনি বাড়িতেই করে বানাতে পারবেন অসাধারণ কালো জিরের হেয়ার অয়েল।
পুজোয় যদি দারুন চুল করতে চান, তাহলে বাড়িতেই রাখুন এই জিনিসগুলি উপকরণ -৪টেবিল চামচ কালো জিরে, এক কাপ নারকেল তেল ১ কাপ সরষের তেল,বেশ কয়েকটি ভিটামিন ই অয়েল ক্যাপসুল
তৈরি করার পদ্ধতি – সর্ষের তেল আর নারকেল তেল খুব ভালো করে কোন লোহার পাত্রের মধ্যে গরম করে দিন। এর মধ্যে কালো জিরে দিয়ে খুব ভালো করে ফোটাতে হবে, তেলের রং যতক্ষণ না কালো হচ্ছে ততক্ষণ বুঝতে পারবেন যে আপনার দিনটি একেবারে তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ পরে ঠান্ডা করে এর মধ্যে বেশ কয়েকটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন।
ব্যবহার করার পদ্ধতি – যদি নিয়মিত মাথায় ঘষে ঘষে লাগানো যায় তাহলে যাদের চুল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের চুল কিন্তু অধিকাংশ সুন্দর এবং কুচকুচে কালো হয়ে যাবে। এছাড়াও এই সপ্তাহে তিন দিন ব্যবহার করুন, একঘন্টা ভালো করে মাথা ঘষে ঘষে লাগিয়ে তারপর শ্যাম্পু করে ফেলবেন সারা রাত লাগিয়ে দিতে পারেন।
সতর্কীকরণ- উপরে উল্লেখিত কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কোনো রকম সমস্যা এড়াতে আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন।