Hair Care: চুল হবে ঘন কালো লম্বা, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন এই ঘরোয়া তেল
চুল পড়ে গিয়ে টাক হয়ে গেছে? চিন্তা নেই মাত্র কয়েকটা উপকরণ দিয়েই চুল হবে নরম আর লম্বা। বাড়িতেই বানান অসাধারণ তেল। চুল পড়ে গেলে এটি আপনার জন্য অসাধারণ তেল। Hoophaap-এর পাতায় দেখে নিন অসাধারণ এই ভেষজ তেল।
চারটি জবা ফুল, তিনটি জবা ফুলের পাতা, এক টেবিল-চামচ নারকেল তেল, ১০ টা কারিপাতা, এক টেবিল চামচ সরষে, এক টেবিল-চামচ পেঁয়াজের রস, একটি ভিটামিন ই ক্যাপসুল, এক টেবিল চামচ মেথি, দুটি অ্যালোভেরা পাতা, এক মুঠো তুলসী, নিম পাতা, ৫০০ নারকেল তেল।
জবা ফুল ও পাতা মিহি করে পিষে নিয়ে তার রস ছেঁকে নিন, কম আঁচে নারকেল তেল গরম করে কারিপাতা যোগ করে অন্যান্য উপকরণ দিয়ে দিতে হবে। পেঁয়াজের রস, সরষের তেল এবং ভিটামিন ই অয়েল রেখে জবা ফুলের মিশ্রণটি যোগ করতে হবে। রং পরিবর্তন হলে আঁচ নিভিয়ে দিন দিয়ে ঠান্ডা হতে দিন। একটি তুলোর বলের সাহায্যে আপনার মাথার ত্বকে ও চুলের সর্বত্র লাগিয়ে নিয়ে আঙুলের ডগা দিয়ে পনেরো মিনিট মালিশ করতে হবে। ৪৫ মিনিটের জন্য একটি গরম তোয়ালে আপনার মাথায় জড়িয়ে নিয়ে রাখুন। শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করে নিয়ে নিজেই দেখুন চমক।