Hoop Life

Hair Care: ঘরোয়া উপাদান দিয়ে বাড়িতেই করুন নিজের হেয়ার স্পা

পুজোর আগেই আমরা অনেকেই চুলের যত্ন করে। কিন্তু কেমন হয় যদি বাড়িতেই আপনি হেয়ার স্পা (Hair Spa) করিয়ে নিতে পারেন। তাহলে মন্দ হয় না সারা বছর আমরা যারা চুলের যত্ন করার খুব একটা সময় পাই না,তারা বাড়িতে মাত্র কয়েকটা উপাদান দিয়ে করে ফেলুন নিজের হেয়ার স্পা। বাড়িতে বানানো এই হেয়ার প্যাক যদি আপনি প্রতিদিন নিয়ম করে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনার চুলের কোন দিন কোন সমস্যা হবে না। হেয়ার স্পা করার জন্য প্রয়োজনীয় উপাদান গুলি হল –

টক দই
পাকা কলা
মধু
অ্যালোভেরা জেল
কারি পাতা
মেথি
কালো জিরে
গামছা / তোয়ালে

চুল ভালো করে যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে। নোংরা চুলে কখনোই হেয়ার স্পা ভালো হবে না। শ্যাম্পু করার পরের দিন প্রথমে একটি পাত্রের মধ্যে জল গরম করে তাতে কালো জিরে, মেথি এবং কারি পাতা অন্তত পনেরো মিনিট ধরে ফোটাতে হবে। জলের রঙ একদম কালো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আর একটি পাত্রের মধ্যে টক দই, পাকা কলা, মধু এবং অ্যালোভেরা জেল ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণের মধ্যে ওই কালোজিরা, মেথি এবং কারি পাতা ফোটানো জল ভালো করে মিশিয়ে দিতে হবে। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে এই মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। এরপর একটি গামছা বা তোয়ালেকে গরম জলের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে, এই গরম হওয়া গামছাটি চুলের মধ্যে ভালো করে অন্তত আধ ঘন্টার জন্য বেঁধে রাখতে হবে। এরপরে কোন ভালো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে সপ্তাহে অন্তত ৩ দিন পুজোর আগে যদি এটি করতে পারেন তাহলে দেখবেন আপনার চুল কত সুন্দর হয়ে গেছে।

Related Articles