whatsapp channel
Hoop Life

Dol Purnima: দোল পূর্ণিমায় মেনে চলুন সহজ-সরল টোটকা, জীবনে শ্রীবৃদ্ধি ঘটবে

দোল পূর্ণিমার দিন রং খেলার সাথে সাথে অবশ্যই এই সহজ-সরল টোটকাটি পালন করুন। দোল পূর্ণিমার শুভক্ষণে যদি কয়েকটা নিয়ম পালন করতে পারেন, তাহলে আপনার জীবনের দুঃখ দুর্দশা একেবারে দূর হয়ে যাবে। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ এই সহজ টোটকা। তবে মনে অবিশ্বাস রেখে এগুলি করবেন না। কারণ আমাদের এখানে কোনো রকম কুসংস্কার কে প্রশ্রয় দেওয়া হচ্ছে না।

১) এই দিনে ভাত না খাওয়াই ভালো। লুচি, পরোটা এইসব খেতে পারেন। কারণ পূর্ণিমার দিন ভাত খাওয়া একেবারেই উচিত নয়।

২) দোল পূর্ণিমার শুভক্ষণে কখনোই তেতো খাবেন না কারণ এই দিন তেতো খেলে, আপনার জীবনে ক্ষতি নেমে আসতে পারে।

৩) দোল পূর্ণিমার দিন কোন দরিদ্রকে দান করতে পারেন পূর্নিমারে শুভক্ষণে দরিদ্র মানুষকে দান করলে আপনি দেখবেন আপনার জীবন কত সুন্দর হয়ে গেছে।

৪) পারলে দোল পূর্ণিমার দিন অনেক সকালে ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে শুদ্ধ হয়ে স্নান সেরে ভালো জামা কাপড় পড়ে ফেলুন। এদিন গঙ্গা স্নান করতে পারলে অনেক ভালো হয়, কিন্তু যদি তারা সম্ভব হয় তাহলে গঙ্গাজল মাথায় ছিটিয়ে নিন।

৫) দোল পূর্ণিমার শুভক্ষণে বাড়িতে সত্যনারায়ণের পুজো করতে পারেন, সে ক্ষেত্রে উপোস করে নিজে হাতে পূজার জোগাড় করুন। দেখবেন আপনার জীবনে আর্থিক সমৃদ্ধির অনেকখানি বেড়ে গেছে।

৬) দোল পূর্ণিমার দিন বাড়িতে গিয়ে প্রদীপ জ্বালো দেখবেন আপনার সামনের পথ আগামী জীবন অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে।

মন্ত্র উচ্চারণ –
‘হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে
গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে’

whatsapp logo