Hoop Life

Skin Care Tips: দুধের মতো ফর্সা হবে ত্বক, শিখে নিন কাঁচা দুধের সহজ ফেসিয়াল

কাঁচা দুধ এর ফেসিয়াল করার পদ্ধতি জেনে নিন। ত্বক ফর্সা করার জন্য আমরা কত কিছুই না করে থাকি। কিন্তু আমরা জানি না সামান্য কাঁচা দুধের কয়েকটা স্টেপ বাই স্টেপ এপ্লিকেশন আমাদের ত্বকে কত সুন্দর করে দিতে পারে। তাই দেরি না করে চটজলদি দেখে নিন অসাধারণ টিপস –

১) ক্লিনজিং-প্রথমে আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার দুধ দিয়ে মুখ ধুয়ে নিন। দুধের মধ্যে তুলো দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।

২)স্ক্রাবিং- এবার একটি লেবু ফালি করে কেটে তাতে আধ চা চামচ মধু মিশিয়ে এবং ১ চা চামচ এলোভেরা, দুধ দু চামচ দিয়ে সম্পূর্ণ মুখে ভালোভাবে স্ক্রাব করে নিন।

৩) স্টিমিং- গামলায় গরম জল নিয়ে মুখে ভালো করে বাষ্প স্নান করতে হবে।

৪)ম্যাসেজিং- এ পর্যায়ে প্রথমে ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ টেবিল-চামচ অ্যালোভেরার জেল, একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে গুলিয়ে মিশ্রণ তৈরী করে মুখের উপরই লাগিয়ে ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ ভালো করে ম্যাসাজ করে অন্তত পনেরো মিনিট পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।

এবার জেনে নিন কাঁচা দুধ কি কিভাবে আপনার ত্বককে সুন্দর করতে পারে-

১) কাঁচা দুধ ত্বকের জন্য খুব ভালো প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে।

২) কাঁচা দুধ ত্বকের জন্য ভীষণ ভালো ময়েশ্চারাইজার। যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক রুক্ষ তাদের জন্য কাঁচা দুধ অত্যন্ত ভালো।

৩) কাঁচা দুধ ত্বক নরম রাখে।

৪) কাঁচা দুধ ত্বক ফর্সা করতে খুব সাহায্য করে।

৫) কাঁচা দুধ ত্বকের মরা কোষ দূর করে।

whatsapp logo