Skin Care Tips: বর্ষায় বেড়ে যায় ত্বকের চুলকানি, নিরাময় পাবেন ঘরোয়া উপাদানে

বর্ষাকালে ত্বকের চুলকানি অনেকাংশে বেড়ে যায়। এই চুলকানিকে যদি দূর করতে হয়, তাহলে অবশ্যই মেনে চলতে হবে কতগুলি ঘরোয়া উপাদান। এই ঘরোয়া টোটকাটি আপনার বর্ষাকালীন চুলকানি এবং এলার্জি একেবারে দূর হয়ে যাবে। তবে সবার আগে নজর দিতে হবে, নিজের খাবারের প্রতি, কারণ খাবারের মধ্যে এমন কিছু কিছু জিনিস আমরা খেয়ে থাকি, যাতে কিন্তু রক্তের এলার্জির পরিমাণ অনেকখানি বেড়ে যায়। Hoophaap-এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –

প্রতিদিন খুব ভাল করে স্নান করতে হবে, দরকার হলে যে ডেটল ফেলে স্নান করুন, বর্ষাকালের বাইরে থেকে এলে হাত-পা-মুখ ভীষণ বিশেষ করে পায়ের পাতা ভালো করে পরিষ্কার করুন। আমরা অনেক সময় এগুলোকে এড়িয়ে যাই, তার জন্য কিন্তু চুলকানি অনেক বেশি পরিমানে বেড়ে যেতে পারে। এছাড়াও নারকেল তেলের সঙ্গে বেশ এক মুঠো পরিমাণে নিমপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। আর এই ফোটানো নারকেল তেল দিয়ে খুব ভালো করে স্নান করার পরে সারা গায়ে ভালো করে মালিশ করে নিন তারপর আবার এক মগ জল ঢেলে নিন, দেখবেন আপনার ত্বক পরিষ্কার হয়ে গেছে। দেখবেন ত্বক কত উজ্জ্বল হয়ে গেছে। সব চুলকানি কমে যাবে।