Lifestyle: জবা ফুলের টোটকায় জীবনে আসবে পরিবর্তন, জেনে নিন সহজ বাস্তু টিপস
আমরা আমাদের জীবনে নানান রকম সমস্যা নিয়ে বিপর্যস্ত। এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে হাতে তুলে নিন একটি মাত্র লাল ফুল জবা ফুল। মা কালীর অত্যন্ত প্রিয় একটি ফুল। প্রত্যেকের বাড়িতে যদি জায়গা থাকে তাহলে একটি অন্তত জবা গাছ লাগান। জবা গাছের ছোট্ট বাস্তু টোটকায় আপনার জীবনের সমস্ত সমস্যা যাবে পাল্টে। সমস্যাকে যদি দূর করতে চান, তাহলে আপনি আপনার বাড়িতে একটি জবা গাছ রাখুন। তবে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, আর পাঁচটা গাছকে যেভাবে যত্ন করেন, জবা ফুলের গাছকে যত্ন করার ক্ষেত্রে নিতে হবে, বাড়তি সতর্কতা। সতর্কতা না মানলে জীবনে ঘটতে পারে মহাবিপদ। তাই আর দেরি না করে আমাদের Hoophaap পাতায় চটজলদি দেখে ফেলুন একটি মাত্র জবা গাছ কিভাবে আপনার জীবন পাল্টে যেতে পারে।
পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় জবা ফুলের গাছকে রোপণ করতে হবে, যেখানে সেখানে যেমন তেমন করে রাখলে কিন্তু হবে না। পূর্ব দিকে জবা গাছকে রাখতে পারেন, তবে দেখবেন যেন আপনার ঘরের রোদ আসতে বাধা পাচ্ছে এরকম পরিস্থিতি না হয়। জবা গাছের সঙ্গে আশেপাশে তুলসী গাছ রাখতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে পরিষ্কার কাপড়ে জবা গাছের প্রতিদিন জল দিতে হবে।
দুপুরবেলা জবা গেছে একেবারেই জল দেবেন না তবে যদি একান্ত মাটির গোড়া শুকিয়ে যায়, অল্প জল ঢেলে দিন। তারপর সূর্যাস্ত হওয়ার পরেই জবা গাছকে পুরো জল ঢেলে স্নান করিয়ে দিন। এতে গাছের বাড় বাড়ন্ত সাথে সাথে আপনার অর্থনৈতিক শ্রী বৃদ্ধি ঘটবে, এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। বাস্তু বিশ্বাস সম্পর্কে কথা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে বিশেষ করে জবা ফুলের টোটকায় বাস্তু বিশেষজ্ঞরা অব্যর্থ সমাধান দিয়েছে।
শুধুমাত্র জবা গাছ রোপন করায় নয়, একটি জবা ফুল আপনি যদি আপনার মানিব্যাগে রাখতে পারেন অথবা আপনি আলমারির যে অংশে টাকা-পয়সার রাখেন সেখানে যদি একটি হলুদ কাপড়ের মধ্যে জবা ফুল রাখতে পারেন, তাহলে অর্থনৈতিক শ্রী বৃদ্ধি ঘটে, বাস্তু বিশেষজ্ঞরা এমনটাই বলছেন। তবে আর দেরি কেন জীবনে সমস্ত সমস্যার সমাধান যখন একটি মাত্র জবা গাছ বা জবা ফুল করে দেবে তাহলে তো কোন চিন্তাই নেই।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।