এই তিন প্রাকৃতিক ঘরোয়া ফেসপ্যাকে ত্বকের সৌন্দর্য ফিরে আসবে
ত্বক পরিষ্কার ঝলমলে করতে ত্বক ক্লিন করা ভীষণ প্রয়োজন। আমরা অনেকেই শুতে যাওয়ার আগে ত্বক ভালো করে পরিষ্কার করি না।
প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে কিছুটা গরম জলের মধ্যে দুই চামচ আটা গুলে একটি লেবুর রস মিশিয়ে ভালো করে মুখে হাতে গলায় পিঠ ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পরে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। এটি লোমকূপের ভেতরে আটকে থাকা ময়লা ধুলাবালি পরিষ্কার করে ভীষণ তাড়াতাড়ি।
দু চামচ টমেটো রস, এক-চামচ মধু ভালো করে মিশিয়ে নিয়ে মুখে ঘষে ঘষে লাগান। এটিও ভীষণ ভালো ক্লিনজার হিসেবে কাজ করে।
এক চামচ লেবুর রস, এক চামচ টমেটোর রস, তিন থেকে চারটি পুদিনাপাতা বাটা ভাল করে মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। পুদিনাপাতা ত্বকের জন্য ভীষণ ভালো একটি উপাদান। ত্বককে পরিষ্কার রাখতে ব্রন, ফুসকুড়ি ত্বকের যেকোনো দাগ দূর করতে বলিরেখা দূর করতে পুদিনা পাতার জুড়ি মেলা ভার।
এক চামচ চালের গুঁড়ো, এক চামচ লেবুর রস, এক চামচ টমেটোর রস, এক-চামচ মধু ভালো করে মিশিয়ে নিয়ে গোটা মুখে, গলায়, পিঠে ভালো করে ঘষে নিন।
তিন চার চামচ গোলাপজল, এক-চামচ লেবুর রস, এক চামচ দুধের সর ভাল করে মিশিয়ে নিয়ে মুখে ভালো করে লাগিয়ে কিছুক্ষণ পরেই মুখ ধুয়ে ফেলুন।