whatsapp channel

অসাধারণ সাজে এলো মা, হুগলির ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজোয়

চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। বিশাল আকারের প্রতিমা এখানকার পূজার অন্যতম বিশেষত্ব। এছাড়া আলোর রোশনাই তো আছেই। এদের মধ্যে এক অন্যতম উল্লেখযোগ্য পুজো হলো হুগলি ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো। এই…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। বিশাল আকারের প্রতিমা এখানকার পূজার অন্যতম বিশেষত্ব। এছাড়া আলোর রোশনাই তো আছেই। এদের মধ্যে এক অন্যতম উল্লেখযোগ্য পুজো হলো হুগলি ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো।

Advertisements

এই পুজোর বিশালতা আলোর বাহার এবং থিম, মন্ডপ তার সাথে দেবীর স্নিগ্ধ মাতৃরূপ সকলের মনকে ভরিয়ে দেয়। এই ঠাকুর অসম্ভব জাগ্রত বলে এখানকার মানুষেরা মনে করেন। এই মূর্তি দর্শন করার জন্য দেশ-বিদেশ থেকে মানুষের আগমন হয়।

Advertisements

এখানে এক অদ্ভুত রীতি প্রচলিত আছে পুরুষরাই সমস্ত আচার-অনুষ্ঠান পালন করেন। এমনটা নাকি মায়ের স্বপ্নাদেশে শুরু হয়েছে। তার এই পুজো কেবল পুরুষরাই করতে পারেন এমনটাই নিয়ম মা জগদ্ধাত্রী স্বয়ং বেঁধে দিয়েছেন। এবারেও অসাধারণ ডাকের সাজে সেজে উঠেছেন মা জগদ্ধাত্রী। মূর্তির বিশালতা এবং তার মাঝেও মায়ের মধ্যে রয়েছে অদ্ভুত স্নিগ্ধ মাতৃরূপ।

Advertisements
whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media