BollywoodHoop LifeHoop Plus

Katrina Kaif: হালকা মেকআপ করেই হয়ে উঠবেন লাস্যময়ী, ক্যাটরিনা কাইফের টিপসগুলি আপনার কাজে লাগবেই

নায়িকাদের নতুন ঝকঝকে ত্বক কার না ভালো লাগে। কিন্তু একবারও ভেবে দেখেছেন অত টাকা খরচ করে ঝকঝকে, পরিষ্কার ত্বক পাওয়া কি আমাদের পক্ষে সম্ভব? তাই মন খারাপ করবেন না, সম্প্রতি ক্যাটরিনা জানিয়ে দিয়েছেন কিভাবে তিনি কোথাও বেড়াতে গেলে অথবা বন্ধুর বিয়েতে গেলে অল্প সাজেই আপনাকে সুন্দর লাগতে পারে।

তার আগে জেনে নিন প্রতিদিন ক্যাটরিনা কাইফ নিজেকে কিভাবে সুন্দর করেন, প্রতিদিন স্নান করার পরে এসপিএফ যুক্ত মশ্চারাইজার অবশ্যই লাগান।

তারপরে রুটিন মেন্টেন করেন, তা হল তা পরিষ্কার করা, টোনিং করা, ময়েশ্চারাইজিং করা। এছাড়াও হাইড্রেটেট মাস্ক ব্যবহার করেন।

রাতে অবশ্যই মেকআপ ভালো করে পরিষ্কার করে নাইট ক্রিম লাগিয়ে তবেই তিনি ঘুমোতে যান।

নিজেকে সুন্দরও হাইড্রেট রাখতে তিনি অনেক পরিমাণে জল পান করেন এবং ডিটক্সিফাই করেন। যার জন্য ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন অনেকাংশে বেড়ে যায়,যা ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে।

ক্যাটরিনা যে বিউটি সিক্রেট ফাঁস করেছেন দেখে নিন তার তালিকা –

ত্বক অনুযায়ী ভালো ক্লিনজার বেছে নিতে হবে, তাই দিয়েই মুখ পরিষ্কার করতে হবে।

পরে ব্যবহার করতে হবে গোলাপ ফুলের টোনার এবং চাইলে সামান্য এক টুকরো বরফ ঘষে নিতে পারেন।

তারপরে ত্বক অনুযায়ী নিতে হবে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন লোশন।

যদি কোন কারনে কালো দাগ থাকে তাহলে সেগুলোকে কনসিলার দিয়ে ঢাকা দিতে হবে, এরপরে ব্যবহার করুন কমপ্যাক্ট।

চোখ যদি সাজাতে চান তাহলে সরু আইলাইনার, পাতায় মাস্কারা এবং অবশ্যই ব্যবহার করতে পারেন কাজল।

গালে ব্লাসার নয়, দিতে হবে ক্রিম টিন্ট। ঠোঁটে লিপস্টিকের বদরে ক্যাটরিনা পছন্দ করেন নিউজ রঙের লিপ গ্লস।

এছাড়া গলা, নাক এবং চিবুকে দিতে পারেন হাইলাইটার।

আবার শেষে মেকআপ সেট করার জন্য স্প্রে করে নিন।

Related Articles