Hoop StoryHoop Viral

Viral: রাষ্ট্রবিজ্ঞান-ইতিহাসে লেটার তবু ‘Umbrella’ বানান বলতে হিমশিম খেলেন ছাত্রী! ভিডিও ভাইরাল

ইংরেজি হোক বা বাংলা, বানান ভীতি অনেকেরই আছে। কিন্তু, খুব সাধারণ কিছু শব্দ আছে যেগুলোর বানান কি কখনো ভোলা যায়? প্রশ্ন রাখা হচ্ছে এই কারণে যে সম্প্রতি রাজ্যে প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই ফলাফল ঘিরে সৃষ্টি হয়েছে নতুন ভাইরাল ভিডিও, যেখানে একদল উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ পড়ুয়া ইতিহাস এবং রাষ্ট্র বিজ্ঞানে লেটার মার্ক পেয়েছে, অথচ ইংরেজি সাবজেক্টে ফেল!!!

এও সম্ভব!! দুটো বিষয়ে লেটার মার্ক, একটা বিষয়ে ফেল! আশ্চর্যের শেষ নেই। অবশ্য,এর জন্য ওই ছাত্রীরা তাদের দাবি জানিয়ে প্রতিবাদ করেছে স্কুলের গণ্ডিতে থেকেই। দাবি হল – যে করেই হোক পাশ করিয়ে দিতে হবে তাদের।

দাবি চলাকালীন এক সাংবাদিক বা যিনি ভিডিও করছেন তাদের মধ্যে কেউ একজন প্রশ্ন করেন – এই ছাতা বানান বল ইংরেজিতে। ওই ব্যক্তি আমব্রেলা উচ্চারণ করেন। এক অনুত্তীর্ণ পড়ুয়া বলে আম্রেলা? Amrl… এর জন্য আপনারা এখানে এসেছেন? Amrela।

তাহলে umbrella বানান হল – Amrela। ডিকশনারিতে নতুন শব্দ আপনি চাইলে যোগ করে নিতে পারেন। এই অদ্ভুত ঘটনা ঘটে বনগাঁর কুমুদিনী স্কুলে।‌ এই স্কুল থেকে চলতি বছর প্রায় ২৭৯ জন পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৭ ছাত্রী ফেল করেন। এরপরেই বিক্ষোভ শুরু করেন ফেল করা ছাত্রীরা। এমন আজব ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি আরেকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ফেল করা ছাত্রীর মায়ের দাবি যে তার মেয়ে ইংরাজিতে ফোনে মেসেজ করে। মেয়ের অন্যান্য বন্ধুরা যারা বাংলায় মেসেজ করে তারা পাশ করে যায়, কেন তার মেয়েকে পাশ করানো হয়নি? ঘটনার তীব্র নিন্দা করেছেন বহু শিক্ষক সহ নেট জনতা।

Related Articles