whatsapp channel

জলপাইগুড়ির ময়নাগুড়িতে আজও জাগ্রত ত্রিস্রোতা সতীপীঠ, পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা

'ত্রিস্রোতা' কথাটির অর্থ তিনটি স্রোত অর্থাৎ তিনটি ধারার মধ্যে এর স্থান। করোতোয়া, তিস্তা, জঠোদা এই তিন নদীর ধারার মধ্যে এই পীঠস্থান। এখানে দেবী ভ্রামরী সিদ্ধেশ্বরী রূপে বিরাজিত এবং অদূরেই রয়েছে…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

‘ত্রিস্রোতা’ কথাটির অর্থ তিনটি স্রোত অর্থাৎ তিনটি ধারার মধ্যে এর স্থান। করোতোয়া, তিস্তা, জঠোদা এই তিন নদীর ধারার মধ্যে এই পীঠস্থান। এখানে দেবী ভ্রামরী সিদ্ধেশ্বরী রূপে বিরাজিত এবং অদূরেই রয়েছে পীঠ ভৈরব জল্পেশ্বর। কালিকা পুরাণে দেবী ভ্রামরী বা সিদ্ধেশ্বরীর বর্ণনা পাওয়া যায়।

Advertisements

জল্পেশ মন্দিরের ১০০ মিটারের মধ্যে রয়েছে যোনিরূপা মহাদেবী সিদ্ধেশ্বরীর মন্দির। এই মন্দির ভ্রামরী দেবীর মন্দির রূপেই পরিচিত।

Advertisements

এখানে অঙ্গুলি বিহীন বাম পদ পড়েছিল। যা মন্দিরে এখনো অক্ষুন্ন রয়েছে। এখানে দেবী গর্ভেশ্বরী এবং গর্তেশ্বরী নামে দুটি প্রাচীন মূর্তি আছে। সতীর ৫১ টি খন্ডের মধ্যে বাঁ-পা এখানে পড়েছিল। জল্পেশ-এর সিদ্ধেশ্বরী মা ভ্রামরী দেবীর উল্লেখ কালিকাপুরাণে পাওয়া যায়। তাছাড়া আঞ্চলিক রাজ্যের ইতিহাস এদের কথা জানা যায়।

Advertisements
whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media