Hoop VideoHoop Viral

VIRAL: সবুজ টাওয়েল পরে নিরাহুয়ার কোলে উঠলেন কাজল রাঘবানি, ভিডিও দেখে চুমু রিয়্যাক্ট ভক্তদের

ভোজপুরী সিনেমা জগতের অন্যতম সুপারস্টারগুলির দীনেশ লাল যাদব। তবে তিনি সকলের কাছে নিরাহুয়া নামেই পরিচিত। আর এক একটি ছবি ইউটিউবে আসার পরেই একেবারেই সকলের যেন ঝাপিয়ে পড়েন সেই ছবিটি দেখার জন্য। মুহূর্তের মধ্যেই ছবিটি একেবারে ভাইরাল হয়ে যায়। তবে শুধুমাত্র নতুন গানই নয়, অনেক পুরনো দিনের যে ভিডিওগুলো ইউটিউবে থাকে, সেগুলো কিন্তু এখনো বেশ জনপ্রিয়তা আছে তার। ভোজপুরী সিনেমার জগতে দীনেশ লাল যাদব যেন এক উজ্জ্বল নক্ষত্র।

বর্তমানে ভোজপুরী সিনেমাকে একেবারে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছেন দীনেশ লাল যাদব। তবে শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তাকে তার ফ্যান আছেন, এমনটা কিন্তু নয়, কারণ ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন জায়গায়। তাহলেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড় নয় সারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার ফ্যান। ভোজপুরী সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে দেওয়ার পরই তার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এতটাই জনপ্রিয় এই নায়ক।

ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরী সিনেমা জগতের তিনি থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়। তার মত তারকা এই ভোজপুরি সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট তবে দেরি না করে আমাদের পেজেও দেখে ফেলুন তার অসাধারণ রোমান্টিক সং।

বর্তমানে ইউটিউবে দীনেশ লাল যাদব এবং কাজল রাঘবানির এই জুটিকে অনেকেই পছন্দ করেন। বর্তমানে ভোজপুরি নায়ক নায়িকারা বেশ সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবি রিলিজ অনেক দিন আগে হয়ে গেলেও, সেখানকার গানগুলো কিন্তু ৪/৫ বছর পরেও মানুষের মনেই দাগ কেটে যায়। মানুষের কাছে পৌঁছে গেছে এখনো পর্যন্ত গানটির বেশ ক্রেস আছে, আপনি কি একবার দেখবেন? সেই গানটি যে গানটির কথা বলছি সেটি হল ‘মাইরে মাইরে বাথাথা কামারিয়া’। মানুষের কাছে পৌঁছে গেছে তাদের অসাধারণ দুর্দান্ত রসায়ন এবং মাখোমাখো নাচ আপাতত ইন্টারনেটের ভাইরাল হয়েছে। গানটি ভোজপুরি মিউজিক লেবেল ওয়েভ মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।