কালনা শহরে আজও পূজিত হন সিদ্ধেশ্বরী মা, জেনে নিন এই দেবীর রহস্য
ইতিহাসের পাতা ওল্টালে কালনা শহরকে দেখতে পাওয়া যায়। অর্থাৎ বহু পুরনো স্মৃতি বয়ে বেড়াচ্ছে কালনা শহর। ভাগীরথী নদীর এপারে রয়েছে কালনা ওপারে রয়েছে শান্তিপুর।
কালী ঠাকুরের পুজো হত বলে এই শহরের নাম কালনা কিনা তা নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। কালনায় এক সময় জৈনদের প্রভাব ছিল। কালনা শহরকে অম্বিকা কালনা ও বলা হয়। বৌদ্ধ তন্ত্রের প্রভাবের যুগেই বাংলাদেশে অম্বিকার প্রথম প্রচলন ছিল।
এখানে রয়েছে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। মন্দিরের ঢোকার উপরে রয়েছে একটি বৃহদাকার দণ্ডায়মান সিংহ। যা প্রাচীন ঐতিহ্য বহন করে। এখানকার মূর্তিটি কাঠের দ্বারা নির্মিত এবং চতুর্ভূজা।
১৭৩৯ সালে প্রাচীন ধ্বংসাবশেষ মন্দিরের জায়গায় নতুন মন্দির নির্মাণ করে নিত্য পূজার ব্যবস্থা করেছিলেন রাজা চিত্রসেন রায়। কালনায় যতগুলি মন্দির রয়েছে তার মধ্যে সিদ্ধেশ্বরী মন্দিরের স্থাপত্য রীতি একেবারেই অনন্য অসাধারণ। মা সিদ্ধেশ্বরী প্রতি বছর কার্তিকী দীপান্বিতা কালীপুজোয় দেবীর পুজো হয়।