সপ্তাহখানেক ধরে তৈরি হওয়া কঙ্গনা-শিবসেনা সংঘর্ষে চাপের মুখে শিবসেনা পিছু হঠলেও নাম নেই বিতর্ক থামার। বেশ কিছুদিন ধরে চলা এই উত্তপ্ত পরিস্থিতি কিছুটা থিতিয়ে যেতে না যেতেই কাশীর দেওয়ালে পড়ল কঙ্গনা-উদ্ধবকে নিয়ে মিম পোস্টার। এই নিয়ে আবার পরিস্থিতি সরগরম।
কাশীর সম্পূর্ণানন্দ এলাকার দেওয়ালে মহাভারতের একটি দৃশ্যের ছবি এডিট করে পোস্টার লটকে দেন কাশীর উকিল শ্রীপতি মিশ্র। মহাভারতের বিখ্যাত বস্ত্রহরণের দৃশ্যের সঙ্গে মিলিয়ে এই ছবিতে কঙ্গনাকে দ্রৌপদী ও উদ্ধব ঠাকরেকে দুঃশাসনের রূপে দেখানো হয়েছে। ছবিতে দুর্যোধনের ভূমিকায় সঞ্জয় রাউৎ, যিনি অভিনেত্রীকে ‘হারামখোর’ বলেছিলেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ রূপে।
পোস্টারটির উদ্গাতা শ্রীপতি মিশ্র জানান, ‘কঙ্গনা নিজের জীবন বাজি রেখে মহিলাদের হয়ে প্রতিবাদ করছেন। শিবসেনা কঙ্গনার অফিস ভেঙে দিয়েছে। এইরকম কাজ যে কোনো মহিলার সঙ্গে করাই দোষের। আমরা সবাই কঙ্গনার পাশে আছি।’দেখুন সেই বিতর্কিত পোস্টার।