whatsapp channel

রাতের অন্ধকারে খেসারিলালকে গরম করে দিলেন সপনা, বাচ্চাদের সামনে ভুলেও দেখবেন না

ইদানিং খেসারিলাল যাদব (Kheshari lal Yadav)-কে তাঁর অনুরাগীদের একাংশ বলতে শুরু করেছেন ‘ভোজপুরি কিং’। অনেকে তাঁকে খেসারির পরিবর্তে ‘কেশরী’ অর্থাৎ সিংহ নামে ডাকতে শুরু করেছেন। অর্থাৎ দীনেশ লাল যাদব (Dinesh…

Avatar

Nilanjana Pande

Advertisements
Advertisements

ইদানিং খেসারিলাল যাদব (Kheshari lal Yadav)-কে তাঁর অনুরাগীদের একাংশ বলতে শুরু করেছেন ‘ভোজপুরি কিং’। অনেকে তাঁকে খেসারির পরিবর্তে ‘কেশরী’ অর্থাৎ সিংহ নামে ডাকতে শুরু করেছেন। অর্থাৎ দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরাহুয়ার আসন টলোমলো হতে চলেছে। চিন্টু ওরফে প্রদীপ পান্ডে (Pradeep Pandey) স্টারকিড হওয়া সত্ত্বেও খেসারিলালের কাছে হার মানতে বাধ্য। তার আরও একটি কারণ হল মনোজ তিওয়ারি (Manoj Tiwari)-র পর খেসারিলালই দ্বিতীয় ভোজপুরি তারকা যিনি কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এর ঘরে দীর্ঘদিন টিকে ছিলেন। এমনকি সেই সময় দর্শকদের ভরপুর বিনোদনের যোগান দিয়েছিলেন তিনি।

Advertisements

মূলতঃ খেসারিলালের হাত ধরেই নাগরিকত্বের ছোঁয়া পেয়েছিল ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বলিউড তারকাদের মতো বডি বিল্ড আপ। স্টাইল স্টেটমেন্টেও বলিউডি ছোঁয়া জনপ্রিয় করে তুলেছিল খেসারিলালকে। অনায়াসেই মিশে গিয়েছিলেন আসীম রিয়াজ (Aseem Riaz), সিদ্ধার্থ শুক্লা (Sidhdharth Shukla)-দের সাথে। করোনাকালে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর্থিক অবনমন ঘটলেন নিরাহুয়া, পবন সিং, খেসারিলালদের হাত ধরে আবারও ঘুরে দাঁড়িয়েছে এই আঞ্চলিক ইন্ডাস্ট্রি। শুধুমাত্র অভিনেতা নন, খেসারিলাল একজন গায়ক-সুরকার।

Advertisements

তাঁর সাম্প্রতিক মিউজিক ভিডিও ‘টমাটর গাল’ রিলিজ করেছে তাঁর ইউটিউব চ্যানেল ‘খেসারি মিউজিক ওয়ার্ল্ড’-এর মাধ্যমে। এ মিউজিক ভিডিওটি চলতি বছরের জানুয়ারি মাসে রিলিজ করেছে। মিউজিক ভিডিওয় শুধু গান গাওয়াই নয়, অভিনয়ও করেছেন খেসারিলাল। এই মিউজিক ভিডিওতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সপনা চৌহান (Sapna Chauhan)। এক দম্পতির বেডরুম রোম‍্যান্স নিয়ে তৈরি এই মিউজিক ভিডিওর শুরুতে দেখা যায়, ঘুম থেকে উঠে সপনার হঠাৎই অদ্ভুত অনুভূতি হয়। বোঝা যায়, সপনার অজান্তেই তাঁকে চুম্বন করেছেন খেসারিলাল। একসময় সওনা বাথের স্থানে খেসারিলাল টেনে আনেন সপনাকে। এইভাবেই মিউজিক ভিডিও জুড়ে খুনসুটি ও কপট রাগের পর একসময় খেসারিলালের কাছে ধরা দেন সপনা।

Advertisements

খেসারিলালের সাথে এই গানটি গেয়েছেন শিল্পী রাজ (Shilpi Raj)। এখনও অবধি ‘টমাটর গাল’-এর ভিউ অতিক্রম করেছে সাড়ে আটষট্টি মিলিয়ন।

Advertisements
whatsapp logo
Advertisements