Hoop VideoHoop Viral

অক্ষরার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উদ্দাম নাচ খেসারি লাল যাদবের, বাচ্চাদের সামনে দেখবেন না ভুলেও

খেসারিলাল যাদব (Kheshari lal Yadav) ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় তারকা। তাঁর সাথে কাজল রাঘওয়ানি (Kajal Raghwani)-র জুটি উত্তর ভারতের দর্শকদের কাছে যথেষ্ট পছন্দের। কিন্তু অক্ষরা সিং (Akshara Singh)-ও ভোজপুরি দর্শকদের পছন্দের নায়িকা। তবে অধিকাংশ ফিল্মে তাঁকে পবন সিং (Pawan Singh)-এর বিপরীতেই দেখা যায়। ভোজপুরি ফিল্মের পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও কাজ করছেন অক্ষরা। কয়েক বছর আগে খেসারিলাল-অক্ষরা জুটির উপর পিকচারাইজড গান ‘করওয়া তেল’ যথেষ্ট হিট হয়েছিল।

গানের শুরুতে দেখা যায়, একটি ডাইনিং হলের ভিতর দোলনায় বসে রয়েছে এক ব্যক্তি। তাকে দেখে মনে হচ্ছে, সে ভিলেন। তার দুই পাশে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে ভিলেনের পাহারাদার। ভিলেনের সামনে অক্ষরা সহ কয়েকজন সুন্দরী মেয়ের সাথে খেসারিলাল নাচ শুরু করেন। তাঁদের মধ্যে একজন যৌনত্তেজক নাচ শুরু করেন। গানের সুরে তিনি বুঝিয়ে দেন, তাঁর যৌবন তৃষ্ণার্ত। সেই সুন্দরীর পরনে গোলাপি রঙের শর্ট স্কার্ট ও ফুলস্লিভ টপ। তবে তা যথেষ্ট খোলামেলা ভাবেই পরা। খেসারিলাল তাঁকে জড়িয়ে ধরে বলেন, বাকি সকলেই তাঁর যৌবনের কাছে হেরে গিয়েছে।

অক্ষরার পরনেও দেখা যায় হালকা কমলা রঙে শর্ট স্কার্ট ও লাল রঙের সিকুইনড ক্রপ টপ। সিঁড়ির রেলিং-এ ব্যালান্স করে শুয়ে থাকতে দেখা যায় তাঁকে। গানের সুরে অক্ষরার দেহবল্লরীর প্রশংসা করেন খেসারিলাল। গানের মাঝে অক্ষরাকে চুম্বন করেন তিনি।

ভিলেন এই যৌনতাপূর্ণ গানে যথেষ্ট সন্তুষ্ট। গানের ভিডিওতে তাঁর মুখের এক্সপ্রেশন দেখে অন্তত তাই মনে হচ্ছে। এখনও অবধি গানের ভিডিওর ভিউ অতিক্রম করেছে দেড় কোটি।