কলকাতা বাবুবাগানের এবারের থিম রূপসী বাংলা, দেখুন সেই মন্ডপের কয়েকটি ঝলক
করোনা ভাইরাস এর জন্য প্রত্যেককেই অনুরোধ করা হচ্ছে এবারে হেঁটে নয়, নেটে ঠাকুর দেখুন। আর সেই জন্যই আপনাদের জন্য রইল কলকাতার বাবুবাগানের প্যান্ডেল অথবা ঠাকুরের কয়েকটা ঝলক।
শহুরে কংক্রিটের জঙ্গলে এক টুকরো গ্রামবাংলাকে তুলে ধরেছে বাবুবাগান পুজো কমিটি। মন্ডপের সাথে সাথে মণ্ডপের সামনে রয়েছে গ্রাম বাংলার একটি যাতায়াতের একমাত্র মাধ্যম গরুর গাড়ি। কোথাও মাটির মূর্তিরা ঢেঁকিতে পাড় দিয়েছে, কোথাও আবার বাঁশিওয়ালা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে মণ্ডপের সামনে। সবমিলিয়ে ছোট্টগ্রাম বাংলা চালচ্চিত্র। কোথাও কামারের ছোট্ট কামার শালা, কোথাও পাঠশালার মধ্যেই পণ্ডিতমশাই স্লেট পেন্সিল নিয়ে গ্রামের বাচ্চাদের পড়াতে ব্যস্ত।
প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য করে এনারা দূর্গা ঠাকুর তৈরি করেছেন। মুর্তির মধ্যে রয়েছে গ্রামবাংলার মায়ের ছাপ। কলকাতা শহরের কংক্রিটের ঘিঞ্জি জায়গার মধ্যে এমন একটি ভাবনা সত্যিই অসাধারণ। করোনার মধ্যে ও তাদের এত সুন্দর ভাবনাকে কুর্নিশ জানাতে হয়।