Hoop VideoHoop Viral

Web Series: কুমারী মেয়েদের সঙ্গে গোপন কুকীর্তি গ্রামের নির্লজ্জ্ব বুড়োর, দরজা বন্ধ করে দেখুন এই সিরিজ

নিষিদ্ধতাতেই মানুষের আগ্রহ বেশি। নিষিদ্ধ স্থানে গোপনে ভিড় জমান সবরকম বয়সের মানুষ। পুরুষ হোক বা মহিলা, নিষিদ্ধতা নিয়ে আগ্রহ কমবেশি সকলেরই। আর মানুষের এই ধর্মকেই কাজে লাগিয়ে জনপ্রিয়তা লাভ করেছে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম। ‘হট’ এবং ‘বোল্ড’ দৃশ্য দিয়ে সাজানো আজকালকার প্রায় সব ওয়েবসিরিজ। তবে সম্প্রতি গোপনে জনপ্রিয়তা লাভ করছে বেশিরভাগ ‘ইরোটিক’ ওয়েবসিরিজ। এগুলি এমন গল্প ও দৃশ্যপট দিয়ে সাজানো হয়, যা মানুষের একান্ত সময়ের সঙ্গী হতে পারে। এই প্রতিবেদনে এমনই এক ওয়েবসিরিজের কথা হবে, যা দেখতে গেলে আপনাকে বাড়ির মধ্যেই ‘প্রাইভেসি’ খুঁজতে হবে।

সম্প্রতি এরকম আবেদনশীল ওয়েবসিরিজ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। দর্শকদের মধ্যে এমন সব গল্প নিয়ে উন্মাদনা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। এরকম ওয়েবসিরিজ বানিয়ে ইতিমধ্যে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ‘উল্লু’, ‘এমএক্স অনলাইন’, ‘অলট বালাজি’ প্রভৃতি ওটিটি প্ল্যাটফর্মের। এইসব প্ল্যাটফর্ম গোপনে জনপ্রিয় হয়ে উঠেছে ক্রমশ। আর এবার এমনই এক ওয়েবসিরিজ রিলিজ হতেই সাড়া পড়ল সামাজিক মাধ্যমে। ‘প্রাইমপ্লে’ প্ল্যাটফর্মের এই সিরিজ এখন বিখ্যাত হয়েছে গোপনেই।

বিগত সময় থেকেই ‘প্রাইমপ্লে’ ওটিটি প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে উঠেছে সাহসী সব সিরিজের জন্য। আর এই প্ল্যাটফর্মের ‘কুওয়ারী চিখ’ সিরিজটির ট্রেলার কয়েকদিন আগেই রিলিজ হয়েছে। এই সিরিজের গল্প এক মধ্যবয়স্ক ব্যক্তির শারীরিক খিদেকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই সিরিজে দেখা যায় এক গ্রামে কুমারী মেয়েদের সঙ্গে সবার আগে কুকর্ম করেন ওই ব্যক্তি, যিনি ওই গ্রামের মুখ্য। আর এভাবেই একটি মেয়ের সঙ্গে নির্লজ্জ্ব কাজ করতে গিয়ে ঘটে এমন এক ঘটনা, যা সবাইকে চমকে দিতে পারে। কী ঘটে তা হল তা জানতে অবশ্যই দেখতে হবে সিরিজটি।

এই সিরিজে অভিনয় করে সাড়া ফেলেছেন সব কলাকুশলীরা। অনেক উদীয়মান শিল্পী অভিনয় এই সিরিজে অভিনয় করেছেন। এইসব কারণেই সিরিজটি কমবয়সী দর্শকদের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। সিরিজটি হিন্দি ও তামিল ভাষায় রিলিজ করছে। ইতিমধ্যে সিরিজের ট্রেলার ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তাই সিরিজটি দেখতে হলে আপনাকে ‘প্রাইমপ্লে’-এর সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে।