whatsapp channel

প্রতি মুহূর্তে ঘনিষ্ঠ দৃশ্য, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই পাঁচটি সিরিজ

বর্তমানে এখন ওয়েব সিরিজ দেখার নেশার মতন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। একটা সময় মানুষ যখন কার্যত ঘরবন্দী হয়ে বসেছিল, তখন কিন্তু মুঠোফোনের মাধ্যমে ছোট ছোট ওয়েব সিরিজ তাদের সময়…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

বর্তমানে এখন ওয়েব সিরিজ দেখার নেশার মতন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। একটা সময় মানুষ যখন কার্যত ঘরবন্দী হয়ে বসেছিল, তখন কিন্তু মুঠোফোনের মাধ্যমে ছোট ছোট ওয়েব সিরিজ তাদের সময় কাটানোর জন্য একমাত্র পথ ছিল। ছোট ছোট ওয়েব সিরিজগুলো দেখতেও যত সুন্দর এবং দেখতেও কম সময় লাগে, বর্তমান প্রজন্মের হাতেও তো সময় কোথায়। তারা এতটাই ব্যস্ত থাকে, যে টেলিভিশনে বসে দীর্ঘক্ষণ সময় ধরে সিনেমা দেখা, তাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। তখন সেই জন্য তারা এই মুঠোফোনের মাধ্যমে ওয়েব সিরিজগুলো দেখে ফেলে।

Advertisements

এই ওয়েব সিরিজের মাধ্যমে অনেক নতুন নতুন অভিনেতা অভিনেত্রী নতুন করে কাজ করার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে এই ধরনের সিরিজগুলোতে যারা অভিনয় করেন, তারা কিন্তু অন্যান্য সিনেমায় যারা অভিনয় করেন, তাদের থেকে অনেক বেশি সাহসী হয়, কারণ এই ধরনের ওয়েব সিরিজের পরতে পরতে ছড়িয়ে থাকে, অনেক সাহসী রোমান্টিক দৃশ্য। যার জন্য আপনাকে অবশ্যই প্রাইভেসি খুঁজতে হবে।

Advertisements

এই প্ল্যাটফর্মগুলো এই বোল্ড দৃশ্যগুলিকে সাজিয়েছে নতুন প্রজন্মের জন্য। এই ধরনের ‘ইরোটিক’ ওয়েব সিরিজগুলো এমন সুন্দর করে সাজানো যে আপনার একবার নয়, বারবার দেখতে ইচ্ছা করবে। তবে একটা কথা মাথায় রাখবেন, এই দৃশ্যগুলো কিন্তু বাড়ির সকলের সামনে আপনি একেবারেই দেখতে পারবেন না। এর জন্য আপনাকে আলাদা নিজস্ব জায়গা খুঁজে নিতে হবে। বর্তমান প্রজন্মের হাতে অত সময় নেই, তাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার ইচ্ছাও নেই, তাই তো হাতে একটা এন্ড্রয়েড ফোন থাকলেই হবে। বর্তমান প্রজন্ম ঝুঁকছে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ দেখার দিকে।

Advertisements

1) সম্প্রতি একটি ওয়েব সিরিজ উল্লুতে রিলিজ হয়েছে। এর নাম বিদেশী ইশক। যেখানে দেখা যাচ্ছে এক সম্পর্ক তৈরি হয়েছে এক মিষ্টি বিক্রেতার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে এক বিদেশিনী নারীর। স্ত্রী থাকা সত্ত্বেও তিনি অন্য নারীর প্রতি আশক্ত হয়ে পড়েন এবং অনলাইনের মাধ্যমে তার এক বিদেশী নারীর সঙ্গে পরিচয় হয়। রাত্রে পরিবর্তে ফোনই তিনি আসক্ত হয়ে পড়েন, ওই বিদেশিনীর সঙ্গে কথা বলতে তারপরে সম্পর্ক কিন্তু আস্তে আস্তে অন্যদিকে চলে যায়। তার স্ত্রী জানতে পারবে নাকি এই ভাবেই লুকিয়ে লুকিয়ে তিনি সম্পর্ক রাখবেন। তবে এত কিছু না ভেবে আমাদের পাতায় চটপট দেখে নিন ওয়েব সিরিজের একাংশ।

Advertisements

2) ullu music মাধ্যমে একটি ওয়েব সিরিজের কিছুটা অংশ রিলিজ হয়েছে যা কিন্তু ইতিমধ্যেই অনেকেই দেখে ফেলেছেন। অসাধারণ এই ওয়েব সিরিজটির নাম ‘বেটা আশিক বাপ এয়াস’। প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে একটি বিশাল বড় বাড়িতে এক বাবা এবং তার অল্প বয়সে একটি ছেলে বসবাস করে, ছেলের বান্ধবী এক অল্পবয়সী মেয়ে, সে ছেলের সঙ্গে দেখা করতে এসে সেই বাবার প্রেমে হাবুডুবু খায়, তার সঙ্গেই নানান রকম সম্পর্ক চলতে থাকে, শারীরিক খেলাও চলতে থাকে এখানে। কিন্তু একটা সময় পরে ছেলের কাছে সমস্তটা জানাজানি হয়ে যায়, অন্যদিকে যুবতীর মায়ের সঙ্গে বাবার অনেক দিনের আগের একটা সম্পর্ক ছিল, তাই বাবা সিদ্ধান্ত নেন সেই যুবতীর মাকে বিয়ে করবেন। অন্যদিকে ছেলে সিদ্ধান্ত নেয় সেই যুবতীকে বিয়ে করবে। কিন্তু পুরো দেখতে গেলে অবশ্যই আপনাকে পুরো ওয়েব দেখতে হবে।

3) বেশ কিছুদিন আগে উল্লু প্লাটফর্মে একটি অসাধারণ ওয়েব সিরিজ রিলিজ হয়েছে। এর নাম ‘পায়াস’। অসাধারণ ওয়েব সিরিজে বেশ কয়েকটি সুন্দর সুন্দর চরিত্র আছে যেখানে অভিনেতা, অভিনেত্রীরা তাদের নিজস্ব অভিনয় ক্ষমতা দেখিয়েছেন। এখানে প্রথমেই দেখা যাচ্ছে, এক শাশুড়ি মায়ের সঙ্গে তার ছেলের বউ সুখের শান্তিতে বসবাস করছেন, তার সঙ্গে তার ছোট্ট ননদ ও থাকছে, কিন্তু কিছুদিন পরে ননদ তার এক ছেলে বন্ধুকে বাড়িতে নিয়ে আসে। ছেলে বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ ননদকে একদিন বৌদি রাত্রিবেলা দেখে ফেলেন। কিন্তু তারপরে কি হয়? এতটা জানাজানি হওয়ার পরে কি আদপেও কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়? নাকি গল্প এইভাবেই চলতে থাকে। এই সব কিছু বুঝতে অবশ্যই আপনাকে পুরো ওয়েব সিরিজটি দেখতে হবে তার জন্য আপনাকে অন্য সাবসক্রিপশন করতে হবে।

4) ‘উল্লুর’ নতুন ওয়েব সিরিজ ‘আই লাভ ইউ’ (I love You) তে প্রতি মুহূর্তে রয়েছে রোমান্স। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নেহা গুপ্তা, নীতা শর্মা, পুনম রাজপূত। তাদের সবার অভিনয় দেখে আমরা অবাক হয়েছি। লাস্যময়ী চেহারায় তাক লাগিয়ে দিয়েছেন। গত ৩ রা জানুয়ারি ২০২৩ এ এটি রিলিজ হয়েছে। ২ টি এপিসোড আছে এতে। মোট ছয়টি ভাষায় দেখানো হয়েছে।এতে প্রেমিক প্রেমিকার প্রেমের কাহিনী বর্ননা করা হয়েছে। তবে দুই প্রেমিক প্রেমিকার মাঝে চলে আসে আরেক নারী। এই গল্পটি হল আকাশ আর সুরজের বন্ধুত্ব নিয়ে। তারা দুজন ভীষণ ভালো বন্ধু, কিন্তু বন্ধুত্বের মাঝেই চলে আসেন একজন মেয়ে, যার নাম নাতাশা। আকাশ আর সুরজ দুজনেই নাতাশাকে পছন্দ করতে শুরু করে কিন্তু সুরজ নাতাশাকে কিছুতেই তার মনের কথা বলতে পারে না। আকাশ কিন্তু নাতাশাকে একেবারে উজাড় করে মনের কথা বলে দেয়। এই সুযোগে সুরজ আকাশের বোন প্রভাকে ভালবাসতে শুরু করে, একই সাথে আকাশের মায়ের প্রতি ও সুরজ দুর্বলতা অনুভব করে। তাহলে মা না বোন কাকে ভালবাসবে? কিন্তু এই ভালোবাসাবাসি কত দূরে এগোবে, তা দেখতে অবশ্যই আপনাকে পুরো ওয়েব সিরিজটি দেখতে হবে।

5) সম্প্রতি উল্লুতে অসাধারণ একটি ওয়েব সিরিজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সৎ বাবা, সৎ মেয়ে, সৎ মা, সৎ ছেলে চারজনকে নিয়ে সম্পর্ক তৈরি হয়েছে। প্রথমেই দেখা যাচ্ছে মেয়ে তার বিধবা মায়ের সঙ্গে কথা বলছেন মা এই বয়সে ঠিক করেছেন তিনি আবার নতুন করে সংসার করবেন। মেয়ের যথেষ্ট সন্দেহ হচ্ছে, মেয়ে ভাবছে যে সে কিভাবে মা এর এই বিয়েটাকে আটকাতে পারে। কিন্তু দেখছে মা সেই পুরুষের প্রতি ভীষণ আসক্ত এবং বলছেন সেই পুরুষই তাকে একমাত্র ভালো রাখতে পারে। মেয়ের আপত্তি ছিল কারণ তার যে নতুন বাবা হতে চলেছেন তিনি ধর্মে একজন খ্রিস্টান, মা তখন তার মেয়েকে বোঝায় খ্রিস্টান হলে কি হবে সেই ভদ্রলোক তার মাকে ভীষণ ভালোবাসেন। তারপর যাই হোক তারা তিনজনে একসঙ্গে সুখে শান্তিতে থাকতেন। এরপরে গল্পে আসে নতুন মোড় । এরপর দেখা যাচ্ছে, একদিন হঠাৎ করেই একটি অল্প বয়সী যুবক তাদের বাড়িতে আসেন। অল্প বয়সে যুবক হলেন সেই ভদ্রলোকের আগের পক্ষে ছেলে। দশ বছর ধরে বাবার সঙ্গে কোন যোগাযোগ রাখেনি, কিন্তু বাবা নতুন করে বিয়ে করেছে শুনে সে আবার বাবার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, এর ফলে তারা চারজনে একটা বাড়িতে থাকতে শুরু করেন।সেই ভদ্রলোক থেকে কাজে সূত্রের বাইরে যেতে হয় তখন মা একা হয়ে যায়। এরপরে সেই মায়ের দেখাশোনা করতে শুরু করে সৎ ছেলে কিন্তু দেখাশোনা করতে করতে সেই সৎ মায়ের প্রেমে পড়ে যায় অল্প বয়সী এই যুবক। এরপরে কি হবে? সেই মেয়ে কি মেনে নিতে পারবে তার মায়ের এমন ভালোবাসা? দেখতে হলে আপনাকে পুরো ওয়েব সিরিজ দেখতে হবে।

whatsapp logo
Advertisements
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক