whatsapp channel

Lily Chakraborty: কিভাবে বিয়ে হয়েছিল লিলি অভিনেত্রী চক্রবর্তীর!

লিলি চক্রবর্তী (Lily Chakraborty)-র অভিনয় জগতে আসা মূলতঃ আর্থিক সমস্যার কারণে। লিলির জন্ম বাংলাদেশের ঢাকায় হলেও একসময় তাঁর বাবা কেশব চন্দ্র চক্রবর্তী (Keshab Chandra Chakraborty) চলে আসেন কলকাতায়। থিয়েটারে অভিনয়…

Avatar

Nilanjana Pande

লিলি চক্রবর্তী (Lily Chakraborty)-র অভিনয় জগতে আসা মূলতঃ আর্থিক সমস্যার কারণে। লিলির জন্ম বাংলাদেশের ঢাকায় হলেও একসময় তাঁর বাবা কেশব চন্দ্র চক্রবর্তী (Keshab Chandra Chakraborty) চলে আসেন কলকাতায়। থিয়েটারে অভিনয় করতেন তিনি। তবে সেই অর্থে পরিবারের খরচ চালানো ছিল প্রায় অসম্ভব। ফলে লিলি তাঁর দিদির সাথে থিয়েটারে অভিনয় শুরু করেন। থিয়েটার থেকেই একসময় পরিচালকদের চোখে পড়ে গিয়েছিলেন তিনি। আইকনিক বাংলা ফিল্ম ‘ভানু পেল লটারি’-র মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে লিলির। তবে লিলির বিয়ে হয়েছিল যথেষ্ট অল্প বয়সে। সম্প্রতি ‘ঘরে ঘরে জি বাংলা’-র টিমের সাথে অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) পৌঁছে গিয়েছিলেন লিলির বাড়ি। সঞ্চালক-অভিনেত্রীর সামনে স্মৃতির ঝাঁপি খুললেন লিলি।

‘ঘরে ঘরে জি বাংলা’-র শততম পর্বের উদযাপন হল লিলির স্মৃতিচারণের মাধ্যমে। কথায় কথায় উঠে এসেছিল লিলির স্বামীর প্রসঙ্গ। লিলি জানালেন, তাঁর স্বামী অজিত কুমার ঘোষ (Ajit Kumar Ghosh) ডেয়ারি ও ফার্মেসির ব্যবসায়ী ছিলেন। কিন্তু আচমকাই ফিল্ম বানানোর শখ হয় তাঁর। ফলে ইন্ডাস্ট্রিতে নায়িকার খোঁজ করতে থাকেন অজিতবাবু। পরিচয় ঘটে লিলির সাথে। লিলিকে ভালো লেগেছিল তাঁর। অজিতবাবু লিলির পরিবারের আর্থিক দুরবস্থা দেখে তাঁকে বিয়ের প্রস্তাব দেন। লিলির পরিবারের সদস্যরাও রাজি ছিলেন এই বিয়েতে। মাত্র উনিশ বছর বয়সে লিলির সাথে বিয়ে হয়েছিল অজিতবাবুর।

নিজে সিনেমা না বানাতে পারলেও অজিতবাবু লিলিকে উৎসাহ যুগিয়েছিলেন অভিনয়ে। স্ত্রীর যথেষ্ট যত্ন নিতেন তিনি। এমনকি লিলির ডায়েটের খেয়াল রাখতেন অজিতবাবু। 2010 সালে অজিতবাবু লিলিকে একা রেখে চলে গিয়েছেন না ফেরার দেশে। তবে লিলি নিজেকে কাজের সাথে যুক্ত রেখেছেন। এখনও অভিনয় জগতে তিনি সমান ভাবে অ্যাকটিভ

বর্তমানে জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-তে অভিনয় করছেন লিলি। সম্প্রতি ধারাবাহিকের সেটে পালিত হয়েছে তাঁর বিরাশি তম জন্মদিন।

whatsapp logo