LPG: চড়চড় করে বাড়বে গ্যাসের দাম, নির্বাচনের আগেই মধ্যবিত্তের হেঁশেলে পড়বে টান!
বাইরে যেমন চড়চড় করে আবহাওয়ার তাপমাত্রা বেড়ে যাচ্ছে, চারিদিকে একেবারে গরম আবহাওয়ায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। ঠিক সেই সময়ের মধ্যবিত্তের হেঁসেলেও যেন আগুন লেগে যাওয়ার মতন পরিস্থিতি, ফের সাধারণ মানুষের জন্য একটা দুঃখের খবর শোনালো প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল কোম্পানি।
যেখানে বলা হয়েছে, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেতে চলেছে, মে মাস থেকেই এই নিয়ম লাঘু হতে শুরু করবে বলে জানা গেছে, সংবাদ মাধ্যম থেকে। নির্বাচনের আগেই এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে ছিল সরকার কিন্তু বর্তমানে নানান রকম খরচ বৃদ্ধি পাওয়ার জন্য কপালে ভাঁজ পড়েছে গ্যাস গ্রাহকদের।
স্বস্তির খবরও রয়েছে, এর মধ্যেই জানা গেছে যে সমস্ত ব্যবহারকারীদের এই খরচের বহর ওঠাতে হবে না। কোম্পানিগুলো তারা কাস্টমারদের জানিয়ে দিয়েছেন, যে যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রিপেইড গ্যাস বুকিং করেন অথবা গ্যাস সিলিন্ডার ডেলিভারির পূর্বেই যারা টাকা দিয়ে দেন, তাদের জন্যই এই নিয়ম লাঘু হতে চলেছে।
তবে কাস্টমারদের মধ্যে যারা ইয়েস ব্যাংক আর আইডিএফসি ব্যাংকের একাউন্ট থাকলে, তাদের ক্ষেত্রে এই নিয়ম লাঘু হবে, এখানে বলে দেওয়া হচ্ছে, যে এই ব্যাংকের গ্রাহকেরা ইউবিপির ক্ষেত্রের সর্বোচ্চ লিমিট ২০ হাজার টাকা ছাড়িয়ে গেলে, গ্যাস বুকিং এর জন্য অতিরিক্ত এক সারচার্জ এর জন্য জিএসটি দিতে হবে। ইয়েস ব্যাংকের গ্রাহকদের ক্ষেত্রে এই টাকার লিমিটেশনটা ১৫ হাজার টাকা। শুধু গ্যাস বুকিং এর খরচ নয়, UBP এর আন্ডারে জল, ইলেক্ট্রিসিটি বিল সব ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।