Hoop StoryHoop Viral
‘রঙ্গবতী রে’ গানে দুর্দান্ত ভঙ্গিমায় নেচে তাক লাগালো এই কন্যা, তুমুল ভাইরাল ভিডিও
‘রঙ্গবতী রে’ নাচের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায় তাক লাগিয়ে দিল আর কন্যা। গানটি এমনিতেই যথেষ্ট জনপ্রিয় একটি সিনেমার গান। সিনেমার থেকেও গানটির জনপ্রিয়তা অনেক বেশি হয়েছে। এর আগেও সোশ্যাল মিডিয়ায় এই গানটির সঙ্গে নেচে অনেকেই তাক লাগিয়েছেন।
পশ্চিম মেদিনীপুরের ছোট্ট মেয়ে স্নেহা ভৌমিক। অসাধারণ নাচ নেচে সবার মনে জায়গা করে নিয়েছে সে। সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভারা খুব সহজেই সকলের মনের মধ্যে পৌঁছে যেতে পারে।
নতুন প্রজন্মদের পড়াশুনার পাশাপাশি নাচ,গান,আঁকা ইত্যাদিতে উৎসাহিত করা উচিত। আর তা একমাত্র পারে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন প্রজন্মের ছোট ছোট ছেলেমেয়েরা নাচ, গান ইত্যাদি পরিবেশন করে প্রত্যেক মানুষের মনের মনিকোঠায় মধ্যে দ্রুত পৌঁছে যেতে পারছে।