Hoop StoryHoop Viral

Viral: তেষ্টায় কাতর ছোট্ট চড়ুই পাখিকে পরম স্নেহে জলপান করাচ্ছে পথিক, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

কলকাতায় তাপমাত্রা অনেকখানি বেড়ে গেছে, শীতে যেতে না যেতেই বসন্তকে উপভোগ করতে পারছে না মফসলবাসিও। চারিদিকে যেন একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই সময় বারান্দায়, ছাদে, উঠোনে যেখানে ফাঁকা জায়গা পাবেন বালতি ভর্তি জল রেখে দিন, কারণ এই সময় মানুষ তো জল চেয়ে খেতে পারে, কিন্তু যারা চাইতে পারে না কথা বলতে পারেনা, সেই সমস্ত অবলা পশুরা পশুদের কাছে আপনারাই তো ঈশ্বরের মতন আসবেন।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তপ্ত রাস্তার মধ্যে একা বসে আছে, একটা ছোট্ট চড়াই পাখি। চড়াই পাখিটিকে দেখেই মনে হচ্ছে, তার ভীষণ কষ্ট হচ্ছে, এই কষ্ট বুঝে রাস্তা দিয়ে যাওয়া এক আরোহী তার দিকে জল বাড়িয়ে দিচ্ছে, শুধু তাই নয় ছিপিতে করে তার ঠোঁটের মধ্যে জল ঢেলে দিচ্ছে।

সম্প্রতি susant nanda একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন, যেখানে এই ভিডিওটি দেখা যাচ্ছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই দেখে ফেলেছেন অনেক মানুষ, সত্যিই অবলা পশু এবং অবলা প্রাণীদের কিছুই করা থাকে না, কিন্তু আমরা মানুষ হয়ে যদি তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলেই বা মন্দ হয় কিসে। ভিডিওটি যদি দেখতে মিস করে থাকেন তাহলে আপনিও দেখে ফেলুন অসাধারণ এই ভিডিওটি-

whatsapp logo

Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক