whatsapp channel

Lisa Haydon: নারীদেহ সন্তান ধারণের জন্য: লিজা হেডন

লিজা হেডন (Liza Haydon) ফিল্মে বরাবর বোল্ড চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। সম্প্রতি ছত্রিশ বছর বয়সে পা দিলেন লিজা। অভিনয়ের পাশাপাশি তাঁর জীবন বিতর্কে ভরা। কয়েক বছর আগে লিজার ‘ফেমিনিজম’…

Avatar

লিজা হেডন (Liza Haydon) ফিল্মে বরাবর বোল্ড চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। সম্প্রতি ছত্রিশ বছর বয়সে পা দিলেন লিজা। অভিনয়ের পাশাপাশি তাঁর জীবন বিতর্কে ভরা। কয়েক বছর আগে লিজার ‘ফেমিনিজম’ মন্তব্যের জেরে তাঁকে রীতিমত সমালোচিত হতে হয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by Lisa Lalvani (@lisahaydon)

2016 সালে লিজা বলেছিলেন, তিনি ফেমিনিস্ট নন। কারণ ‘ফেমিনিজম’ শব্দটি তাঁর কাছে ভীষণ ভাবে ওভাররেটেড বলে জানিয়েছিলেন লিজা। লিজার মতে, অধিকাংশ মানুষ নারীবাদের প্রকৃত অর্থ না জেনে ফেমিনিজম’ শব্দটি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেন। এমনকি লিজা বলেন, মহিলাদের দেহ সন্তান ধারণের জন্য। মেয়েদের মধ্যে সহমর্মিতা থাকার ফলে তাঁরা পরিবার-পরিজনদের খেয়াল রাখতে পারেন। লিজার এই মন্তব্যের পরেই তাঁকে ঘিরে শুরু হয় সমালোচনা।

 

View this post on Instagram

 

A post shared by Lisa Lalvani (@lisahaydon)

লিজাকে সকলে প্রশ্ন করতে শুরু করেন, কেন তিনি ওই ধরনের মন্তব্য করলেন! অপরদিকে লিজা বলেন, তিনি মেয়ে হয়ে গর্বিত। পুরুষ হওয়ার ইচ্ছা তাঁর নেই। কিন্তু পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে, ক্ষমা চাইতে বাধ্য হন লিজা। তবে তিনি বলেন, তিনি সমানাধিকারে বিশ্বাসী। তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Lisa Lalvani (@lisahaydon)

পরবর্তীকালে মাতৃত্বকালীন সময়ে লিজা তাঁর ম্যাটারনিটি ফ্যাশনের মাধ্যমে ভেঙে দেন সমস্ত ট্যাবু। পূর্ণগর্ভা অবস্থাতেও তাঁকে প্রায়ই বিকিনি পরে দেখা গিয়েছে। সেই ছবির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন লিজা।

 

View this post on Instagram

 

A post shared by Lisa Lalvani (@lisahaydon)

whatsapp logo