মাত্র পাঁচ হাজার টাকায় শুরু করুন দারুন লাভজনক এই ব্যবসাগুলি
কম পুঁজিতে লাভজনক ব্যবসা শুরু করতে চান? আছে উপায়। কে বলেছে ব্যবসা শুরু করতে চাইলে লাখ লাখ টাকার দরকার হয়? আপনার যেমন পুঁজি তেমন ভাবেই ব্যবসা শুরু করবেন। এক্ষেত্রে, শুধু দরকার আইডিয়া। ব্যবসার আইডিয়া পেয়ে গেলে আপনার সঞ্চিত অর্থ জলে যাবে না। চলুন দেখে নিই কত কম টাকায় কোন কোন ব্যবসা শুরু করা যায়।
কথায় বলে টাকায় টাকা আসে। অর্থ না থাকলে অর্থ ব্যবসায় ঢালা যায় না। কথাটা একেবারেই সঠিক। তবে যদি সঠিক পরিকল্পনা থাকে তাহলে মাত্র ১০ হাজার টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারেন। দেখে নিন কিছু ব্যবসার আইডিয়া যা মাত্র ১০ হাজার টাকা দিয়েই শুরু করতে পারেন।
১. কাস্টমাইজড গয়না তৈরি : যদি আপনার মধ্যে প্রতিভা থাকে তাহলে ক্লে কিংবা স্টোন কিনে ঘরেই কানের গলার গয়না বানিয়ে নিতে পারেন। এগুলো কিনতে বেশি খরচ হয় না। বানিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারেন, অথবা বন্ধুবান্ধবদের মধ্যে বিক্রি করে দেখতে পারেন। ভালো ভাবে তৈরি করতে পারলে বিক্রি হবেই হবে।
২. ফলের রসের কিয়স্ক : অনেকেই আছে কোল্ড ড্রিংকের বদলে আর্টিফিসিয়াল ফলের রস খান। এতেও সোডা মেশানো থাকে। এই স্টল দিতে বেশি খরচ হয় না। অফিস, স্কুল, কলেজএর পাশে ফলের রসের কিয়স্ক বসিয়ে নিন। শুধু, কিয়স্ক বসানোর অনুমতি পত্র যোগাড় করতে হবে, ভাড়া নিতে হবে জায়গা।
৩. চায়ের দোকান : চা, দুধ, চিনি আর কিছু বিস্কুট ও কাগজের কাপ কিনে নিলেই চায়ের দোকান শুরু করতে পারেন। নিজের জায়গা থাকলে ভালো, নয়তো ভ্যান গাড়িতেই শুরু করতে পারেন। জ্বালানির জন্য স্টোভ কিনে নিতে পারেন অথবা ছোট গ্যাস সিলিন্ডার। সেরকম হলে ফ্ল্যাকসে চা করে নিয়ে দোকান দোকান ঘুরুন।
৪. ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটার : স্মার্টফোন থাকলে ভালো। ইন্টারনেট নিন, ইউটিউব চ্যানেল খুলে কনটেন্ট তৈরি করুন। ফুড ব্লগার হয়ে যেতে পারেন বা কমেডি করতে পারেন বা ট্রাভেল ব্লগার হয়ে যেতে পারেন। একদম অল্প দিয়ে শুরু করুন।
৫. ফুচকার স্টল : ফুচকা বানাতে লাগে ময়দার পুরী। শিখে নিন কিভাবে ফুচকার পাপড়ি বানাতে হয়। এরপর ভাজার জন্য তেল কিনে নিন। আলু, ছোলা, তেতুল, পুদিনা পাতা, নুন, লঙ্কা দিয়ে শুরু করতে পারেন ফুচকার ব্যবসা।